আমরা যারা আইডিয়ালের (মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ) পুরান পাপী, সনিক্স তাদের কাছে একটা ভালবাসার নাম, আবেগের নাম, অনেক স্মৃতি জড়ান একটা জায়গা। সনিক্স নিয়ে নানান মিথ প্রচলিত আছে আমাদের জুনিয়র ব্যাচগুলোর মধ্যে যারা বড় হতে হতে সনিক্স বন্ধ হয়ে গিয়েছিল। সনিক্স এরিয়ার শেষ দখলদার হিসাবে সনিক্সের উপাখ্যান আমাদের পরবর্তী প্রজন্মকে জানানো আমার বিশেষ কর্তব্য !!!!!
সনিক্স ছিল বর্তমানে রাব্বি বুক হাউজ ঠিক সেই জায়গায় (হোয়াট এ ডিসগ্রেস)। আমার বড় ভাই ১৯৯৭ ব্যাচ হওয়ার কারণে অনেক ছোট বেলা থেকেই সনিক্সে আসা-যাওয়া ছিল। আমি আইডিয়ালে ভর্তি হওয়ার পর থেকেই দেখছি বড় ভাইরা সনিক্সের সিঁড়িতে আড্ডা মারছে। এক্স ফ্যাক্টর হিসাবে বলা যায় এটা ছিল পিওর ফাস্টফুড প্লেস, প্যারামাউন্ট, সানফা'র মত বারোমিশালী দোকান না। সামনের পুরো অংশ থাই গ্লাস হওয়ায় বাইরে থেকে ভিতরে দেখা যেত না। স্কুল গেট থেকে একটু দূরে হওয়ায় গার্ডিয়ানরা কেউ বাচ্চা-কাচ্চা নিয়ে আসতেন না। বেইলি রোডের ফাস্টফুড রেস্টুরেন্ট স্টাইলের একটা ভাইব ছিল আর কি। এছাড়া কলেজ গেটের পাশে হওয়ায় কলেজের সুন্দরী আপুরা এইখানে আসতেন। তাদের সাথে ডেটিং করতে আসতেন এক্স আইডিয়াল বড় ভাইরা, কলোনির সিনিয়ররা। স্কুলের ডেটিংবাজরাও এইখানেই ডেটিং মারত। মসজিদ গেটের একপাশে ছিল সনিক্স আরেকপাশে ছিল আল-মদিনা জেনারেল স্টোর। তাই সিগারেট কিনতে বেশ সুবিধা ছিল। মোটামুটি খোলা জায়গা হওয়ায় ডেটিংবাজ, স্কুল পালানো পার্টি, বিড়িখোর সবার জন্যই জায়গাটা বেশ ফেভারেবল ছিল। মসজিদের গেটের মধ্যে একজনকে দাড়ায়ে থাকলেই দূর-দূরান্ত থেকে অথবা পিছন থেকে কোন স্যার আসছেন কিনা দেখা যেত তাই তাদের দেখা মাত্র কমলাপুরের দিকে অথবা আইডিয়াল জোন কলোনিতে হাওয়া হয়ে যাওয়া কোন ব্যাপার ছিল না। এই কারণে সনিক্সের সামনে থেকে বাশার স্যার, রফিক স্যার, সালাম স্যার খুব কম পোলাপানকেই ধরতে পারছেন। একসময় আইডিয়ালে কে কত বড় মাস্তান, কোন গ্রূপ কত শক্তিশালী তার প্রমান হইত, সনিক্স এরিয়া কাদের দখলে আছে তার উপর। ৮ টা গ্যাঞ্জাম নিজের চোখে দেখা এই এরিয়ার দখল নিয়ে| এছাড়া পোলাপান টুকটাক অস্ত্র-পাতিও এখানে রাখত হটাৎ গ্যাঞ্জাম ট্যাকেল দেয়ার জন্য| স্কুল পালাইলে ব্যাগ, স্কুল শার্ট এখানেই থাকত| সনিক্সের মামাও খুব হেল্পফুল ছিলেন। আইডিয়ালের পুরান ঐতিহ্যে, ক্লাস ১০ এর পাওয়াফুল গ্রূপের দখলে থাকতো সনিক্স এরিয়া আর ক্লাস ৯ এর দখলে মাজার এরিয়া। ২০০২ এর শেষের দিকে ক্লাস ৯ এর দুই বিপক্ষ গ্রূপ একহয়ে ক্লাস ১০ এর থেকে সনিক্স আর মাজার দুই এরিয়ার দখলই নিয়ে নেয়। ২০০৩ এর ক্লাস ৯ ক্লাস ১০ এর থেকে সনিক্সের দখল নেয়ার জন্য রেলওয়ে কলোনির পোলাপানকে ৬৫ হাজার টাকার বিনিময়ে ভাড়া করে নিজেদের পোলাপান কম থাকায়। তবে তাতে লাভ হয় নাই। ৩ টা গ্যাঞ্জামের পর সনিক্সের দখল ক্লাস ১০ এর কাছেই থাকে। তবে এইসব ঝামেলার খবর স্কুলে যাওয়ায় অনেকদিন কেউই সনিক্সে যেতে পারে নাই। এই এরিয়ার আশে-পাশে কারো চেহারা দেখা গেলে ডাইরি সিজ হয়ে যেত। এই ক্ষোভে ২০০৪ এর এস.এস.সি পরীক্ষার পর ও পাশ করে যাওয়া গ্রূপ সনিক্স দখল করে রাখে। এক কথায় সনিক্স ছিল মতিঝিল আইডিয়ালের কিংস ল্যান্ডিং। স্কুলে কোন আকাম-কুকাম হইছে, আর তার সূত্রপাত বা প্ল্যানিং সনিক্স থেকে হয় নাই, এমন হওয়াটাই ছিল তখন আশ্চর্যজনক। এইসব কারণেই স্যাররা সনিক্সকে দেখতে পারত না| ২০০৫ এর প্রথম দিকে সনিক্স বন্ধ হয়ে যায়। বন্ধ হলেও সনিক্স আজও আছে হাজারো এক্স আইডিয়ালের মনে কৈশোরের উত্তাল দিনের সিম্বল হয়ে।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০২৪ বিকাল ৪:০৩