ভারতের প্রেসিডেন্ট প্রার্থী প্রতিভা পাতিল মহিলাদের হিজাব বন্ধের দাবীতে যে বক্তব্য দিয়েছেন তার প্রতিবাদে আশরাফ রহমানের পোস্টে বিভিন্ন ব্লগার বিভিন্ন মন্তব্য দিয়েছিলেন। সবাই প্রতিভা পাতিলের বক্তব্যের সমালোচনা করলেও একমাত্র রাগ ইমন নিম্নোক্ত বক্তব্য প্রদান করে। তার এ মন্তব্য আর তছলিমা নাসরিনের দৃষ্টিভঙ্গীর মধ্যে খুব একটা পার্থক্য দেখা যায় না। তছলিমার বিরুদ্ধে বাংলাদেশের আলেম সমাজ যখন আন্দোলন শুরু করে তখন বাম-রামপন্থী ও আওয়ামীলীগের সমর্থকার তার পাশে দাড়ায়। এই ব্লগেও যারা প্রতিপক্ষের ব্লগারদের মা বোনকে টার্গেট করে যারা প্রতিদিন গালিগালাজ করে তারাই এখন নতুন তছলিমা পক্ষে। তারা এখন নারীকে অবমাননার প্রসঙ্গ তুলছে! তখন তারাই প্রতিদিন দলবদ্ধভাবে অসংখ্য নারীকে অবমাননা করছে। রাগ ইমনের উচিত ইসলাম অবমাননার জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়া। রাগ ইমনের মন্তব্যটি দেখুন:
*পর্দা মানে কি শরীর ঢেকে রাখা নাকি কাপড়ের উপর কাপড় , তার উপরে কাপড় ধরনের অদ্ভুত আচ্ছাদন? ঠিক কোন দিনের বেলা কয়টা থেকে পর্দা করা শুরু হয়েছিলো এই বাংলাদেশ-ভারত -পাকিস্তান অঞচলে, এইটা জিজ্ঞাস্য হইতে পারে । এবং এইটার উত্তর আদৌ পাওয়া সম্ভব কি না , এইটাও জিজ্ঞাস্য হইতে পারে। আবার , প্রতিভা "পর্দা" এবং "প্রয়োজন নেই" বলতে আসলে কি বুঝিয়েছেন , এইটাও জিজ্ঞাস্য হইতে পারে ।
কিন্তু , আমার যেটা জানতে ইচ্ছে করছে তা হল , প্রতিভার এই বক্তব্যে বাংলাদেশের জন্য পার্শ্ববর্তী দেশ হিসেবে , আর সারা পৃথিবীর মুসলমানদের মুসলমান হিসেবে কি এলো গেল ?