মনে হয় এই পৃথিবীতে সেই সুখী যার জীবনে অর্থ এবং ভালবাসা-এই দুটো জিনিসের কোনটার-ই কোনো অভাব নেই ।আপাতদৃষ্টিতে এই কথাটাই ঠিক।কিন্তু একটা ফেরকা আছে।আসুন দেখি,কোথায়।সুখ,যা বয়সের সাথে সাথে পরিবর্তিত হয়।১০বছরের আমি ২০টাকাতেই খুশি,এখন লক্ষ টাকা হলেও মনে হয় কম হয়ে যাচ্ছে।সুখ,এটা কি তাহলে ধনিদের সম্পত্তি? না,অবশ্যই না।তাহলে,সুখ,অর্থ দ্বারা নিয়ন্ত্রিত বলা যাবে না।আসলে কে সুখি?অতীতে যারা সন্যাসী ছিলেন,তারা কি সুখী ছিলেন না?হয়ত হ্যা,হয়ত না।তবে সুখী না হলে,কিভাবে একই পথে কন্টিনিও করতেন।ফিজিকালি যারা হেন্ডিক্যাপড,তাদের মাঝে কি সুখী নেই,আছে।কারণ সুখী হতে হলে বা সুখ উপভোগ করার জন্য হাত-পা-এর দরকার নাই। দরকার নাই অর্থ।আসলে কি দরকার?আসুন দেখি অসুখি কারা বা এর উৎস কোথায়।বেশীর ভাগ অসুখী মানুষই,মানসিকভাবে অসুখী।এর কারণ অপূর্নতা।এর একটা আসে ভালবাসার দিক থেকে,আরেকটা আসে চাহিদা থেকে।আর এই চাহিদাটা নিয়ন্ত্রিত হচ্ছে availability-র উপর।আমরা কখনও ইনভিসিবল কারের স্বপ্ন দেখি না।তাই তার অভাব আমাদের অসুখী করে না।সো,অনিয়ন্ত্রিত চাহিদা থেকে অসুখি হতে পারেন।যার নিয়ন্ত্রণ কিন্তু আমাদেরই হাতে।সো,সুখি হতে হলে চাহিদাতে রাশ টানতে হবে।আর যদি সফলভাবে তা পারেন,তাহলে ভালবাসাটার চাহিদাটাকেও নিয়ন্ত্রণ করতে পারবেন।এটা এজন্যই বললাম,কারণ নিজের উপর ভাল নিয়ন্ত্রণ এবং empathetic না হলে চাহিদাকে নিয়ন্ত্রণে রাখা যায় না,আর তা পারা মানেই হচ্ছে নিজের উপর ভাল নিয়ন্ত্রণ থাকা,আর তা থাকলে ভালবাসার মত জিনিসের চাহিদাকেও নিয়ন্ত্রণ করা সম্ভব হয়।কারণ যাহা দুষ্প্রাপ্য তাহা কিন্তু আমরা চাই,পেলে খুব সুখি কিন্তু না পেলে অসুখী হই না।তাই সব কথার গোড়ায় যা আছে তা হচ্ছে,সুখি হবার চাবি আমার নিজ হাতে,এটা অন্য কোন কিছু দ্বারা নিয়ন্ত্রিত হয় না।কেউ তিনবেলা খেতে পারলেই সুখি আর কিছু লাগে না।কিন্তু একবছর প্রতি বেলা খেতে পেলে,তার মনে হয় জমানোর কথা।আমরাই আসলে আমাদের সুখ নষ্ট করে ফেলি।আমরা বসতে দিলে,খেতে চাই,খেতে পেলে,শুতে চাই।তাই সুখ আসে জীবনে সন্তুষ্টি থেকে আর কিসে আপনি সন্তুষ্ট বা তুষ্ট হবেন তা কার নিয়ন্ত্রণে।না ভালোবাসা, না অর্থ পারে সেই সন্তুষ্টি এনে দিতে।আবার চরম শূন্য বা পরাজিত মানুষও হতে পারে চরম সুখী,শুধুমাত্র আত্মনিয়ন্ত্রণ দ্বারা।আশা করি বুঝতে পেরেছেন।ভুল হতেই পারে,আমার,আপনার,সবার।তাই নিজের মত করে ভুল করলেও সুখী হতে পারবেন বা হবেন।
ভাল থাকবেন।মনে রাখবেন,সুখী হওয়াটা সদিচ্ছার উপরও নির্ভর করে।