অভিমানী লাবন্য
মোঃ রাজিব হোসেন পানি
হঠাৎ করে লাবন্য মাঝে মঝে রেগে যায়,,
শ্রাবনের বর্ষার মত ঝরে অবিরাম ধারায় ।
মনে হয় আমি যেনো বিষাক্ত কোনো অভিষাপ তাহার ভূবনে,,
লাবন্য সে রাগে ,কারনে ,অকারনে ।
এই পৃথিবীর কোনো এক কোনে আমি বিন্দুর মতো,
না বিন্দু নয় ,তার চেয়েও হয়তো ক্ষুদ্র আমি ,আর আমার চাওয়া,
লাবন্যের ভূবনে ,,,
তার কথায় , তার আচরনে, কখনো তার অকারনের অভিমানে ,,,,
আমি মুগ্ধ..
আপনি লাবন্য,,আর
আমি অতি নগন্য....।
দুর্বার সাহস নিয়ে এগিয়ে যাবার ক্ষমতা আমার নেই,
অামি অক্ষম,অামি অধম, লাবন্যের রাগের ভূবনে,,,
তবুও দোয়া করি লাবন্য সে বেঁচে থাক,,
আমার সাহসের জায়গাটা কেরে,,,
সবার অগচরে....
সর্বশেষ এডিট : ১৫ ই ডিসেম্বর, ২০১৮ সকাল ১১:৩৯