লাবন্য তার ছদ্দনাম "
মোঃ রাজিব হোসেন পানি
অধিকার এমনি এমনি হয়
কিছু অধিকার অর্জনে ,কিছু অধিকার বর্জনে,
কিছুটা হয় একান্ত আপসে.. !
আপনাকে তুমি না বলেও ,
তোমাতে মিশে এক হওয়া যায়,কিছুটা আশ্বাসে..
লাবন্যর হাসিটা সবার জন্য লাবন্যময়
কিন্তু একটা বিশেষ হাসি আছে ,
যেটা শুধুই আমার জন্য, অন্য কারো নয় !
চাপা কান্না শুনেছি,আপনাকে তুমি ভেবে চাপা হাসি দেখেছি..।
কিছু তারার সম্পর্ক, অন্য তারার সাথে
কিছু হাসি মুখরিত লাবন্যের উজ্জলতায়,
কিন্তু পূর্নিমার চাঁদ সেও হার মানবে
লাবন্যের কথায় আর হাসির ভূবনে ৷
একটু হাওয়া লাগতেই কাশফুল ঝরে যাবে ,
শরত সে তো চলে যাবে,
আপনি যে লাবন্য, কখনো কি তুমি হবে ?
না ,,ক..খ..নো.. না ,
লাবন্যরা আপনি হয়ে বেঁচে থাক সবার অগচরে..
উৎসর্গেঃ লাবন্য
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৪৭