]
নিজ গ্রাম
মো: রাজিব হোসেন পানি
মন চায় বার বার ফিরে যায় মোর নিজ গাঁয়
যেখানে কাটিয়েছি আমার ছেলেবেলা
সারাদিন কাঁদামাটি নিয়ে করে খেলা ।
মায়ের বকুনী আর মিষ্টি আদরমাখা গালা গালিতে
ছুটে পালিয়েছি দাদির শাড়ির আঁচলের নিচে ।
মন চায় ছুটে যায় মোর নিজ গায়
ইচ্ছে করে আবার ,বাবার বকুনি খায় ।
গ্রাম আছে সেথাই পরে ,বাবা মা সকলেই আছে
শুধু আমি আজ গ্রামে নাই ।
মনে পরে ঘুঘুর বাসা খুঁজতে গিয়ে দুপুরে ,
চৈত্রের ভাপসা গন্ধ আর গরম
সইতে না পেরে ঝাপ দিয়েছি পুকুরে ।
আতা আর আম কলা করেছি কত চুরি ,
তার জন্য মায়ের হাতে মার খেয়েছি ভূরি ভূরি ।
অনেক বন্ধু অনেক জায়গায় , আমি আজ ঢাকায় ,
ইচ্ছে করে ফিরে যায় আমার নিজ গাঁয় ।
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৬ সকাল ১১:৫৫