মানুষটা রাগ করে চলে গেছেন!
আজ ২৫ দিন হয়ে গেলো। তিনি এখন দেশে থাকলে হেলিকাপ্টারে করে বন্যা পরিস্থিতি দেখতে যেতেন। পত্রিকার প্রথম পাতায় আমরা দেখতাম তার ছবি। তিনি মন খারাপ করে হেলিকপ্টারের জানালা দিয়ে তাকিয়ে আছেন। নৌকায় করে তার লোকজন ত্রান নিয়ে যেতো। যারা বন্যায় মারা গেছেন, তাদের তিনি কান্না ভেজা গলায় বলতেন, 'স্বজন হারানোর বেদনা আমি বুঝি'। এখন বিটিভিতে শেখ মুজিব বা শেখ হাসিনার চেহারা দেখা যায় না। বরং আওয়ামীলগের মন্দ কাজের সংবাদ পাওয়া যায়। একে একে আওয়ামীলীগের সবাই গ্রেফতার হচ্ছে। অবশ্য তারা সবাই জামিনে মুক্তি পেয়ে যাবে।
আওয়ামীলীগ ক্ষমতায় থাকলে ত্রান মানুষ পেতো না।
অর্ধেকের বেশি লুটপাট করতো তার নেতাকর্মীরা। ছাত্রলীগ লোক দেখানো কর্মকাণ্ড বেশি করে। তারা ত্রান নিয়ে ব্যাপক চাঁদাবাজী করতো। বিটিভি সহ সব টিভি চ্যানেল সরকারের ত্রান দেওয়া লাইভ করতো। নেতারা বলতেন, হাসিনা আছে বলেই ত্রানের অভাব হয়নি। দুর্গম এলাকার পানিবন্ধী মানুষেরাও ত্রান পেয়েছে। ওবায়দুল কাদের তার ফ্যাসফ্যাসে গলায় টেনে টেনে বলতেন, শি হ্যাজ মেড আস…। সীমাহীন টাকা লুটপাট করে, এখন তারা জীবন নিয়ে পালাচ্ছে। একজন মানুষের কত টাকা লাগে? আওয়ামীলীগের এমন কেউ কি আছেন যিনি টাকা লুট করেন নাই?
এক্ষন, সব গুলো টিভি চ্যানেল, আর দৈনিক পত্রিকা গুলো স্বাধীন ভাবে কাজ করতে পারছে।
তাদের উপর কোনো সরকারি দলের প্রেসার নেই। ঢাকাবাসীও আরামে আছে, ভিআইপি বিড়ম্বনা নেই। খেয়াল করে দেখলাম, শেখ হাসিনা চলে যাওয়ার পর পুলিশ গুলো কেমন মনমরা হয়ে গেছে। তাদের মুখে হাসি নেই। ট্রাফিক পুলিশ গুলো পর্যন্ত মন খারাপ করে ডিউটি করছে। তাদের সমস্যাটা কি? দেশের মানুষ বুঝতে পারছে না, ইউনূস সাহেবের পরিকল্পনা গুলো কি কি? তিনি কি করতে চাচ্ছেন? তিনি কি নব্বই দিনের মধ্যে আসলেই নির্বাচন দেবেন? ইউনূস সাহেব কি পারবেন পাচার হয়ে যাওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে? সরকারি লোকজন কি ঘুষ খাওয়া বন্ধ করেছে?
দেশবাসী আপাতত ইউনূস সাহেবের দিকে তাকিয়ে আছে।
সবাই চাচ্ছে উনি ভালো কিছু করবেন। ভালো কিছু করে দেখাবেন। ইউনূস সাহেব অতি সাধারণ ভাবেই আছেন। খুব হিসাব করে কথা বলছেন। উনি কোনো বাহাদূরি দেখাচ্ছেন না। শেখ হাসিনা বলতেন, দেশটা উনার বাবার। আর ইউনুস সাহেব বলছেন, আমরা কেউ আলাদা নই। আমরা সকলে মিলে একটা পরিবার। আমার মনে হচ্ছে লোকটাকে সুযোগ দেওয়া হলে, উনি অবশ্যই ভালো কিছু করে দেখাবেন। এদিকে কোটা আনন্দলের দুই সম্বনয়ক কি করছেন, কি করতে চাচ্ছেন পরিস্কার কিছু বুঝা যাচ্ছে না। তাদের ব্যাক্তিত্বের অভাব বলে মনে হচ্ছে। অবশ্য ওদের বয়স কম।
বিএনপি ১৫ বছর পর নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে।
প্রতিটা এলাকায় এখন বিএনপির নেতা কর্মীদের দেখা যাচ্ছে। অনেক জায়গায় বিএনপির সাইন বোর্ড দেখা যাচ্ছে। কারাগার থেকে বিএনপির সকল নেতাকর্মী ছাড়া পাচ্ছে। ফখরুল আর রিজভী সাহেব নির্বাচনের জন্য অস্থির হয়ে আছেন। বিএনপি ক্ষমতায় এলে ফখরুল সাহেব রাষ্ট্রপতি হবেন সম্ভবত। আওয়ামীলীগ প্রচুর দূর্নীতি করেছে, কিন্তু দূর্নীতিতে বিএনপির মতো প্রতি বছর বছর চ্যাম্পিয়ন হয়নি। শিক্ষিত সমাজ মনে মনে চাচ্ছে বিএনপি আর ক্ষমতায় না আসুক। বিএনপির চেয়ে ইউনুস ভালো। বিএনপি এলে আবার লুটপাট হবে। জঙ্গী উত্থান হবে। নতুন নব্য ধনী তৈরি হবে।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০২৪ রাত ৯:০৯