১। বাইবেলে স্যামসন নামক বীরের উল্লেখ আছে।
তিনি খালি হাতেই একটা সিংহকে ছিন্নভিন্ন করে ফেলেছিলেন। আবার যখন সেখানে ফিরে এলেন, দেখলেন একঝাঁক মৌমাছি সিংহটির মৃত দেহকে আশ্রয় করে মৌচাক বানিয়েছে, যেখানে সঞ্চয় করেছে মধু।
২। সাহিত্য ও শিল্পের জগৎ প্রেম, সৌন্দর্য ও আনন্দের জগৎ।
আত্মার জগতের স্বাদ পাওয়া যায় সাহিত্যে, শিল্পে। তাই সাহিত্য শিল্পের সহায়তাই মানুষের মনের উন্নয়ন সম্ভব হয়। গল্প-উপন্যাস ও কবিতা পড়তে পড়তে কী করে যে মানুষের দ্বিতীয় জন্ম হয় মানূষ নিজেই তার টের পায় না।
৩। এক ছাদের নীচে যে দু'জন নারী-পুরুষ রাতদিন যাপন করে, কেবল তারাই জানে- তাদের রাত ও দিনের প্রহর গুলি রঙ্গিন, নাকি ধূসর। প্রত্যেকটা মানুষই জীবনে ভুল করে। আবার নিজেকে শুধরায়, আবার ভুল করে। কিন্তু কিছু ভুল থাকে যা আর শুধরানো যায় না।
৪। মানুষকে নিজের কাজে ব্যবহার করুন এবং কুকুর কে বিশ্বাস করুন। অর্থাৎ মানুষের কাছ থেকে কিছু প্রত্যাশা করবেন না। যদি প্রত্যাশা করতেই হয় পশু দের কাছ থেকে করুন।
৫। মনে রাখবেন আপনার জীবনে সবার আগে আপনার দেশ এবং সংবিধান। আপনার ধর্ম অবশ্যই এসবের পরে জায়গা পেতে পারে। সে আপনি যে ধর্মেরই হোন না কেন তাতে কিছু যায় আসে না।
৫। যুব সমাজের ধ্বংস হয়ে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে অনিশ্চিত ভবিষ্যৎ।কেউই বুকে হাত দিয়ে বলতে পারবে না কিংবা দাবি করতে পারবে না তার সুনিশ্চিত উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে।চারপাশে বেকারত্ব বাড়ছে।এর সাথে যুক্ত হয়েছে আমাদের সমাজের তথাকথিত কিছু পুরোনো নিয়ম-কানুন,গোঁড়ামি এবং অন্ধকারাচ্ছন্নতা।
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ২:৫১