যুগে যুগে নবী-রাসূলগণ অত্যাচারী শাসকদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। ফেরাউন ও নমরুদের মতো অত্যাচারী এবং খোদাদ্রোহী শাসকদের হাত থেকে নিপীড়িত জনগোষ্ঠীকে উদ্ধার করতে আল্লাহপাক দুইজন বিশিষ্ট নবীকে এই দুনিয়াতে পাঠিয়েছেন। যদিও মহান প্রভু অলৌকিক ভাবে সব সমস্যার সমাধান করে দিতে পারেন। পবিত্র কোরআনে যা লেখা আছে তাই ঘটছে। অবিশ্বাসীদের মুখে তালা লেগে গেছে। আজ এ পোষ্টে ইমাম মাহদীকে নিয়ে আলোচনা করবো। ভুল ত্রুটি থাকলে ধরিয়ে দিবেন।
ইমাম মাহদী কে?
ইমাম মাহদী হচ্ছেন কেয়ামতের পুর্বে আগমনকারী মুসলমানদেরকে নেতৃত্ব দানকরী শাসক। যিনি পৃথিবীতে সাত, নয় অথবা উনিশ বছর শাসন করবেন। তার কথা হাদিসের বহু জায়গায় বেশ কয়েকবার বলা হয়েছে। তিনি মদিনায় জন্মগ্রহণ করবেন এবং তাকে দেখতে ইসলামের শেষ নবী মুহাম্মদ -এর মত লাগবে। তার আগমন কিয়ামতের অন্যতম বড় আলামত। নবিজী (সঃ) বলেছেন, আখেরী যামানায় আমার উম্মাতের ভিতরে মাহদীর আগমণ ঘটবে। তাঁর শাসনকালে আকাশ থেকে প্রচুর বৃষ্টিপাত হবে, যমিন প্রচুর ফসল উৎপন্ন করবে, তিনি মানুষের মাঝে সমানভাবে প্রচুর সম্পদ বিতরণ করবেন এবং গৃহপালিত পশুর সংখ্যা বৃদ্ধি পাবে।
বর্তমান পৃথিবী যুদ্ধ-বিগ্রহ, দূর্নীতি, হিংসা আর হানাহানিতে ভরে গেছে।
হাদিস অনুযায়ী একমাত্র হজরত ইমাম মাহদী (আঃ)-ই পৃথিবীতে মহাশান্তি ফিরিয়ে আনতে পারবেন। তাই ইমাম মাহদী আগমনের ঘটনাটি বর্তমান পৃথিবীর মানুষের জন্য একটি বিরাট ঘটনা। বহু মানুষ সেই ঘটনা প্রত্যক্ষ করতে আগ্রহী। মহান প্রভুই ভালো জানেন সে ঘটনার সময় কে থাকবেন, কে থাকবেন না। যাই হোক, যে বছর রমজানে সূর্যগ্রহণ এবং চন্দ্রগ্রহণ হবে, সেই বছরই ইমাম মাহ্দীর আর্বিভাব হবে। হাদিস ও নাসার তথ্য অনুযায়ী মানুষ ধারনা করছে ২০২৬ সালে ইমাম মাহ্দী (আঃ)-এর আবির্ভাবের সম্ভাবনা সবচেয়ে বেশি। কিন্তু ইমাম মাহ্দী সঠিকভাবে কবে আসবেন-এটা আল্লাহ্পাক ছাড়া কেউ বলতে পারবে না।
বড় বড় আলেমরা মনে করেন-
ইমাম মেহেদি কিংবা ঈসা (আ.) কে চিনতে হলে অন্তরের সমস্ত অন্ধকার দূর করতে হবে। হ্যারিকেন কিংবা ইলেকট্রিসিটির আলো দিয়ে সেই আঁধার দূর করা যাবে না। পবিত্র কোরআনের আলোয় আলোকিত হওয়ার জন্য সচেষ্ট হতে হবে। সকল জ্ঞানের উপরে এই ঐশী জ্ঞানকে স্থান না দেয়া পর্যন্ত কখনই অন্ধকার দূর হতে পারে না। ইমাম মাহদী আসবেন। আমি অপেক্ষায় আছি। অপেক্ষা করতে আমার ভালোই লাগে।
ইমাম মেহেদীর ইস্যু চিরতরে বন্ধ হওয়া উচিত মুসলমানদের স্বার্থে।
পবিত্র কোরআনে ইমাম মাহদী আসবেন এই ব্যপারে কিছু বলা নেই। তবে হাদীসে আছে। সমস্যা হলো জাল হাদীসের অভাব নেই। এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ কুলাঙ্গার পরিবার সৌদি রাজপরিবার। এরা বড় নির্বোধ। আর বাংলাদেশের আলেম সমাজের বেশির ভাগ গোবর মাথা। এই নির্বোধ আলেম সমাজের অধিপতিরা সমস্যা এক জায়গায়, ঢোল বাজায় অন্য জায়গায়। তাই এর ওর কাছ থেকে এটা ওটা শুনে বা জেনে আর সময় নষ্ট করা উচিত নয়।
আসুন, পবিত্র কোরআনের সঠিক জ্ঞান আহরণে সময় ব্যায় করি। কারণ এই জ্ঞানের আলো ব্যতীত মহান আল্লাহতায়ালার অনুগ্রহপ্রাপ্ত ও তাঁর বিধানের অনুসারী সেই যোগ্য নেতাকে (ইমাম মাহদী) চেনা সম্ভব হবে না।
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০২০ দুপুর ১:৪৯