আসসালামু আলাইকুম,
প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমরা মুসলিম, আমাদের ধর্ম ইসলাম। দুনিয়ার সমস্ত মানবজাতিকে সঠিক পথ প্রদর্শনের জন্য নাজিল হয়েছে মহাগ্রন্থ আল কোরআন। সুস্থ সুন্দর সুখী পরিতৃপ্ত জীবনের জন্য যা প্রয়োজন, কোরআনের পাতায় পাতায় রয়েছে তারই দিক-নির্দেশনা। আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। তিনি সবকিছু দেখেন, জানেন, বুঝেন। একদিন তার সামনে দাঁড়িয়ে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের সঠিক হিসাব দিতে হবে। কোরআন-সুন্নাহর প্রতিটি বিষয় বাস্তব জীবনে চর্চার মাধ্যমে আমরা আমাদের ইমান-বিশ্বাসকে পূর্ণতার স্তরে নিয়ে যেতে পারব। আসুন, আল্লাহর হুকুম আহকাম মেনে জীবনটাকে সুন্দর করে সাজাই।
১। যারা তোমাদের সঙ্গে লড়াই করবে, শুধু তাদের সঙ্গে তোমরা লড়াই করো।
২। দ্বীনের ব্যাপারে কোনো জবরদস্তি নেই।
৩। এই বিশ্বের বিস্ময় ও সৃষ্টি নিয়ে গভীর চিন্তাভাবনা করো।
৪। যেকোনো বিষয়ে পরামর্শের মাধ্যমে সিদ্ধান্ত নাও।
৫। অমুসলিমদের সাথে সদয় ও ন্যায় আচরণ করো।
৬। আল্লাহ্ তাআলার নিকট ক্ষমাপ্রার্থনা করো। তিনি মহাক্ষমাশীল ও অসীম দয়ালু।
৭। ভিক্ষুককে ধমক দিও না।
৮। যে গর্ভ তোমাকে ধারন করেছে সে গর্ভধারিণী মায়ের প্রতি কর্তব্য কর ও শ্রদ্ধা নিবেদন কর।
৯। পৃথিবীতে কোন কিছুর অপব্যবহার করো না।
১০। দুনিয়ার এই জীবনতো খেলা আর তামাশা মাত্র।
আল্লাহ আমাদের কোরআনের আদেশ মেনে চলার তৌফিক দান করুক।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:৩৭