আজ শুক্রবার। পবিত্র জুম্মাবার।
সকল মুসলিমদের জানাই জুম্মা-মোবারক। সবাই মিলে দলে দলে মসজিদ এ যাই নামায আদায় করতে। নামায বেহেস্তের চাবি।
আজ ৫ রোজা। রোজার প্রথম জুম্মা।
ভাই- বোন, চলুন কিছুক্ষণ ফেসবুক/ব্লগ বন্ধ রেখে নামাজটা পড়ে ফেলি।
একজন মুসলমানকে ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হয়। একবার কিছুসংখ্যক লোক হজরত নবী পাককে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূল্লাহ (সাঃ) সর্বোত্তম কাজ কোন্টি? উত্তরে আল্লাহর রাসূল বলেছিলেন- ঠিক সময় সালাত অর্থাৎ নামাজ আদায় করা। তিনি আরো বলেছেন, নামাজ বেহেশতের চাবিকাঠি।
আমরা নামাজের মাধ্যমেই নিজেদের আত্মা দেহ মন পরিশোধিত করে ফেলি এবং রাব্বুল আলামীনের বাণী অনুযায়ী সত্যিকারভাবে নামাজের মাধ্যমে সর্বপ্রকার অন্যায়-অপকর্ম ও লজ্জাজনক কাজ-কর্ম থেকে নিজেদের বিরত রাখি। দুঃখজনক হলেও সত্য যে, নিজেদের মুসলিম বলে দাবী করলেও এই গুরুত্বপূর্ন স্তম্ভটি সম্বন্ধে আমরা অনেক মুসলিমই আজ উদাসীন।
মহান আল্লাহ যেন আমাদের সবাইকে প্রকৃত নামাজী হবার তৌফিক দেন।
পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হার্টের জন্য ভালো।
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৯ দুপুর ১২:২৪