অদ্ভুত একটা সময়ের মধ্যে আমরা বন্ধী হয়ে আছি
চারিদিকে শকুনের দল বিছিয়ে রেখেছে বিষাক্ত দাঁত
সাপের চেয়ে হাজার গুন বেশি নিষ্ঠুর 'সৃষ্টির সেরা জীব'
সমাজের ভালো মানুষ গুলো বাষ্প হয়েছে বহু আগে
নষ্টদের নিয়ে অজস্র কবিতা লিখতে হবে দিন-রাত।
কলেজ পড়ুয়া ছেলে মেয়েরা দলবেধে যায় সিনেমাতে
ঝুম বৃষ্টির পর আচমকা রোদ উঠে কোনো কোনোদিন
ঘরের কোনেতে মাকড়সার বসবাস, যেন মহা প্লাবন
সব কিছু বদলে যাচ্ছে, মানুষ, ঘরবাড়ি আর কবিতা
গভীর গোপনে শারীরিক সম্পর্ক, শেষে ইন্টারনেটে।
সিসিটিভি থাকা সত্ত্বেও দাড়োয়ান একটু ঘুমিয়ে নেয়।
কোনো ছাড় নেই, কঠিন প্রতিশোধ নেওয়া হবে, হবেই
ত্রিশ বছরের ভুল গুলো সব পুড়িয়ে ফেলেছি আগুনে
গভীর অন্ধকারে মৃত মানুষের নৃত্য দেখেছো কখনও?
হে মহিয়সী মৃত্যুর আগে নিয়মিত সুখ দাও, অপার সুখ
(কবিতা লেখার ক্ষমতা আমার নেই। তবুও চেষ্টা করেছি কবিতার মতোন করে কিছু একটা লিখতে। এত টুকু লিখতে অনেক সময় লেগেছে। অসংখ্যবার লিখেছি আর মুছে দিয়েছি। যখন ব্লগে কারো কবিতা পড়ি- খুব সহজে বলে দেই- ভালো হয়েছে, ভালো হয়নি, চমৎকার, অগোছালো- ইত্যাদি কত কথা বলে দেই। কবিতা লেখা অনেক কঠিন।
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৪