পৃথিবীর সবচেয়ে পুরনো মসজিদ সম্পর্কে বলতে পারেন ?? নেটে ঘাঁটাঘাঁটি করলে এই সম্পর্কে বলা কোন ব্যাপারই না...। গুগল মামুরে সার্চ লাগালেই সব খবর ঘরের কোনায়...।
নেট ঘাঁটাঘাঁটি করে কয়েকটি পুরনো মসজিদ সম্পর্কে জানলাম। ভাবলাম ব্লগে শেয়ার করি।
এই মসজিদটির নাম কুবা মসজিদ। ৬২২ইং সালে মসজিদটি প্রথম তৈরি করা হয়। এই মসজিদটি সৌদি আরবের মদিনাতে অবস্থিত।
মসজিদে আল- নবাবি। এটি ও ৬২২ সালে তৈরি করা হয় এবং এটিও মদিনাতে অবস্থিত।
মসজিদে আল কিবলাতিয়ান। ৬২৩ সালে এটি তৈরি করা হয় এবং এটিও মদিনাতে অবস্থিত।
আল-হারাম মসজিদ। এই মসজিদটি মক্কা নগরীতে অবস্থিত। ৬৩৮ইং সালে মসজিদটি প্রথম তৈরি করা হয়। এরপর বিভিন্ন সালে এটিকে সংস্কার করা হয়।
কুফা মসজিদ। ৬৩৯ সালে তৈরি হওয়া এই মসজিদটি ইরাকের কুফা নগরীতে অবস্থিত।
ইমাম হোসেইন মসজিদ। এই মসজিদটি ইরাকের কারবালা নগরীতে অবস্থিত। ৬৮০ইং সালে মসজিদটি তৈরি করা হয়।
আল-আকসা মসজিদ। ৭০৫ সালে তৈরি করা এই মসজিদটি জেরুজালেমে অবস্থিত।
আল-জায়তুনা মসজিদ। ৭০৯ সালে তৈরি হওয়া এই মসজিদটি তিউনিশিয়ার তিউনিশ নগরীতে অবস্থিত।
উম্মায়েদ মসজিদ। এই মসজিদটি সিরিয়ার দামেস্ক নগরীতে অবস্থিত। ৭১৫ সালে মসজিদটি তৈরি করা হয়।
জিয়ান মসজিদ। এটি চীনের Xi'an, Shaanxi নগরীতে অবস্থিত। ৭৪২ইং সালে মসজিদটি তৈরি করা হয়।
********************************************************************
********************************************************************