আগুনের পরশে তুমি সেই জ্বলন্ত শিখা,
তামাককে কার্বোহাইড্রেট করে তোমার দেহের কাঠামো।
ধোঁয়ার মাঝে হারিয়ে যাওয়া,শুধু পড়ে থাকে সেলুলোজ এ তৈরি কাঠামো ।
তুমি তো হারিয়ে যাও কিন্তু তোমার পথে হারিয়ে যায় হাজার লক্ষ অস্তিত্ব।
জানি তুমি আমাদের সূষ্টি,
আর আমাদেরকেই করতে চাও বিলীন।
হয়তো তোমার ধোঁয়ার মাঝে হাজার লক্ষ অস্তিত্ব তাদের জীবন পথের কষ্টগুলোকে চেপে রাখতে চায় কিছু সময়ের জন্য ।
আর তুমি তাদের ফুসফুসের আলভিউলার গুলোকে নিশ্চুপে করে চলেছো হজম।
হার্ট এর ল্যাব-ড্যাব আওয়াজকে নিজের নিয়ন্ত্রনে আনার জন্য করে চলেছো ঠান্ডা মাথার যুদ্ধ।
তুমি অনবদ্য,তুমি হাতিয়ার,তুমি নিরন্তর।