মৃত্যু কি ????
মৃত্যু (ইংরেজি: Death) বলতে জীবনের সমাপ্তি বুঝায়। জীববিজ্ঞানের ভাষায় প্রাণ আছে এমন কোন জৈব পদার্থের (বা জীবের) জীবনের সমাপ্তিকে মৃত্যু বলে। অন্য কথায়, মৃত্যু হচ্ছে এমন একটি অবস্থা (state, condition) যখন সকল শারিরীক কর্মকাণ্ড যেমন শ্বসন, খাদ্য গ্রহণ, পরিচলন, ইত্যাদি থেমে যায়।
জীবন কি ???
জিবনের সংজ্ঞা কি এত সহজে বলা সম্ভব ??
হয়তো ২ ভাবে সম্ভব-
১। জীবন মানে অনেক কিছু ।
২। জীবন মানে কিছুই না-শুধুই অর্থহীন ।
জিবনের হিসাব নিয়ে সুকুমার রায় কবিতা লিখে ফেলেছেন । কিন্তু তাতে কি হিসাব মিলেছে ।
“বিদ্যেবোঝাই বাবুমশাই চড়ি সখের বোটে
মাঝিরে কন , “বলতে পারিস্ সূর্যি কেন ওঠে?
চাঁদটা কেন বাড়ে কমে? জোয়ার কেন আসে?”
বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফ্যালফেলিয়ে হাসে।“
আমরা দিন দিন কোনদিকে যাচ্ছি !!! আমাদের জিবনের মূল্য কোথায় ?
আদিম সভ্যতা থেকে বেরিয়ে এসে কি আবার সেই সময়গুলোতে ফিরে যাচ্ছি আমরা ।
ক্ষমতার রাজনীতিতে আমরা দিন দিন হয়ে আসছি বলির পাঁঠা ।
কিন্তু শুধু আক্ষেপ নিয়ে বলতে হয় আর কত দিন????