ইতিহাস - এই গানটা আমি প্রথমে শুনি নাই, দেখেছি। '৮৯ সালের দিকে বিটিভির ধারাবাহিক নাটক জোনাকি জ্বলেতে। প্রায় জোর করে ঢুকিয়ে দেয়া গান ছিল এবং গানের ভিডিওতে গায়ক নিজেই লিপসিং করেছিলেন।
আমার ঠিক জানা নাই যে গানটা আগেই বের হয়েছিল নাকি এই নাটকের পরে। কিন্তু নাটকে প্রচারের পরে গানটা অসম্ভব জনপ্রিয়তা পায়। তখন যুগ ছিল এইরকম মেলোডিয়াস সুরের ছন্দবদ্ধ কথার গানের। আইয়ুব বাচ্চু, জেমসরা তখনও লাইমলাইটে আসেনি। রবি চৌধুরীরা আধুনিক গানের স্বাদ তখনও নষ্ট করেনি। গোটা তরুন প্রজন্মের মিউজিক টেস্ট ছিল প্রায় একইরকম যেটা মধ্য-নব্বইতে এসে ব্যান্ড আর আধুনিক গানের সুস্পষ্ট ধারায় বিভক্ত হয়ে যায়।
এই গায়কের পরে আর কোন গান শুনি নাই। তাকে খুব একটা দেখাও যায় না কারন উনি চট্টগ্রামে থাকেন এবং গান তার শুধুই ছোটখাট শখ। পেশাগতজীবনে উনি ব্যবসা বা কোন একটা হোয়াইট কলার জব করেন।
গানটা উনি খুব দরদ দিয়ে গেয়েছেন। কিন্তু তার কন্ঠ খুব আহামরি কিছু বলে আমার মনে হয়নি কখনও।
গানের সুরকার বা গীতিকার, কারও নামই এত বছর পর আর মনে করতে পারছি না বলে দুঃখিত।
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
যেখানেই যাও, ভাল থেকো
সুখেই না হোক, দুখে আমায় ডেকো।
আমি আছি
যতদিন বেঁচে আছি
রব কাছাকাছি
শুধু এতটুকু মনে রেখো
মনে রেখো।
ভালবাসি
কি যে ভালবাসি
কত ভালবাসি
শুধু সেইটুকু জেনে রেখো
জেনে রেখো।
ডাউনলোড লিঙ্ক