পড়ো! ( হে নবী ) , তোমার রবের নামে ৷ যিনি সৃষ্টি করেছেন৷ কোরআন: ৯৬:০১
আয়াতটির পটভূমিকা : এ আয়াতটির মধ্য দিয়ে মুহাম্মদ ﷺ এর নবুয়াতের সূচনা হয়। হেরা গুহায় অবস্থানকালে হঠাৎ জিবরাইল এসে উপস্থিত হলেন এবং বললেন: পড়! রাসূল জবাব দিলেন “ আমি পড়তে জানি না”। জিবরাইল তাঁকে সজোরে চেপে ধরলেন, অত:পর ছেড়ে দিয়ে আবারো বললেন: পড়ো! “আমি পড়তে জানি না” দ্বিতীয়বার জবাব দিলেন মুহাম্মদ। তৃতীবার জিবরাইল তাকে প্রচণ্ড শক্তি দিয়ে সজোরে চেপে ধরলেন যেন মুহাম্মদের সহ্যসীমা অতিক্রম করার উপক্রম হল। এবার তিনি এ আয়াতটি পড়তে বললেন “اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ.. পড়ো। তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন”। সংখ্যাগরিষ্ঠ মুসলিম পণ্ডিতদের মতে, এটিই ছিল মুহাম্মদের নবী জীবনে এবং কোরআন অবতীর্ণতার ক্রমধারায় প্রথম আয়াত।
এ আয়াত সম্পর্কিত বাইবেলের শ্লোকা ও মুহাম্মদ সম্পর্কিত ভবিষ্যতবাণী :
কিংবা যে পড়তে জানে না তাকে কিতাবটা দিয়ে যদি বলা হয় “পড়!” তবে জবাবে সে বলবে, “আমি পড়তে জানি না” বাইবেল: ইসাইয়া: ২৯:১২
মুহাম্মদ এর ব্যাপারে বাইবেলে যতগুলো ভবিষ্যতবাণী করা হয়েছে, উপরের শ্লোকাটি কোরআনের প্রথম আয়াতটির সাথে সম্পর্কিত হওয়ায় তা এখানে উল্লেখ করা হল। এ শ্লোকাটি ও বাইবেলের অন্যান্য ভবিষ্যৎ বাণীর প্রেক্ষিতেই মুহাম্মদের সমসাময়িক খৃষ্টান ও ইহুদী পণ্ডিতদের অধিকাংশই মুহাম্মদকে নবী হিসেবে মেনে নেন ও ইসলাম ধর্ম গ্রহণ করেন ।
Click This Link