নিজের লাইব্রেরীতে বই পড়ছেন ভাষা সৈনিক প্রফেসর গোলাম আজম সাহেব
গত পরশু গিয়েছিলাম ভাষা সৈনিক প্রফেসর গোলাম আজম সাহেবের বাসায়। গিয়ে খুব অবাক হলাম। এই অস্তমিত বয়সে উনি যে সাহস আর মনোবল এর কথা শুনালেন তাতে অবাক না হয়ে পারা যায়না। ফজরে ঘুম থেকে উঠে মসজিদে গিয়ে জামায়াতে এই বয়সেও নামাজ পরছেন। এভাবে সারাদিন ৫ ওয়াক্ত নামাজ তিনি মসজিদে গিয়ে পড়েন। যাহোক তাকে যে কোন সময় সরকার আটক করতে পারে এটা বলার সাথে সাথে বললেন, এই একটি কথা মনে হয় বাংলাদেশের সবচেয়ে উচ্চারিত আর প্রকাশিত শব্দ। "যে কোন সময় গ্রেফতার হচ্ছেন গোলাম আজম।" এক সময় বিরক্ত হলেও এখন ভালই লাগে কারন ব্যক্তি গোলাম আজম এখনো এই বয়সে সাবর কাছে জনপ্রিয়। আর এই সরকার আসার পর থেকেই জেলে যাবার প্রস্তুতি নিয়ে রেখেছি। অফিসের এক কোনে পরে থাকা একটি ব্যাগ দেখিয়ে বললো ঐ যে ঐ ব্যাগটা দেখছো সেটা জেলে যাবার জন্য গুছিয়ে রেখেছি। কিছুদিন আগে একটি পত্রিকায় লিখেলো আমি নাকি পালিয়ে যাচ্ছি। অদ্ভুত সাংবাদিকতা। আমি পালাবো কেন!!! চোর বাটপার পালায়। জরুরী অবস্থায় এরকম কত চোর পালিয়েছে। এখন আবার ফিরে এসেছে। আমি ছিলাম এবং থাকবো। মরলে বাংলাদেশের সন্তান হিসেবে আমি এখানেই মরবো। কিভাবে সময় কাটে জানতে চাইলে বলেন। অধিকাংশ সময় পরালেখা করে কাটায়। আর এবাদত বন্দেগী এবং নিকটজনদের সাথে কথা বলে সময় চলে যায়। জেলে গেলে নিযাতন হবে সেটার দিকে ইংগিত করলে বলেন নির্যাতন তো সারা জীবনই হয়েছি। বাকি জীবনটাও না হয় নির্যাতনে চলে যাক। বিচারতো তিনিই করবেন। এই বিচারে হয়তো পরাজিত হতে পারি কিন্তু পরের জীবনে.....
সর্বশেষ এডিট : ০৩ রা এপ্রিল, ২০১১ রাত ১১:২০