ভালোবাসা যে আসলেই কি তা আমি এখনো সেই ভাবে বুঝতে পারিনি। তবে আমার চারপাশের ভালোবাসার সাথে যুক্ত মানুষদের আমি যত কাছ থেকে দেখেছি তাতে তারা যা করে তা আর যাই হোক অন্তত ভালোবাসা নয়। শুনেছি কাউকে ভালোবাসার অর্থ হচ্ছে তার সুখ-দুঃখ গুলো ভাগাভাগি করে নেওয়া, তার জীবনের সাথে নিজের জীবন জড়িয়ে তাকে সুখের সাগরে ভাসিয়ে নেওয়া। এখানে নিজের সুখটা বাইপ্রোডাক্ট। কিন্তু আমি চার পাশে যা দেখছি খুব কম মানুষ ছাড়া প্রায় সবাই ভালোবাসাটাকে মনের মাঝে সীমাবদ্ধ না রেখে নিজেদের সারা দেহে ছড়িয়ে দিয়েছে।
এখন ভালোবাসা বলতে ঝোপের আড়ালে কিংবা রিক্সায় পাশাপাশি বসা দুজন মানুষের সমন্বয়, যাদের একজন স্বাভাবিক রূপ থাকা সত্ত্বেও ময়দা সুন্দরী আর অপর জন কোন বাবার আদরের দুলাল ডিএসএলআর ধারী নব্য ফটোগ্রাফার। জীবনের অন্য কোন কাজ ঠিক মতো চলছে কিনা তার কোন ঠিক নেই কিন্তু প্রেম ঠিকই চলছে রকেটের গতিতে। মহান আল্লাহ্ ছাড়া আর কেউ জানেন না এই প্রেম চায়নার প্রোডাক্ট নাকি জাপানের?
এই সব প্রেমে আর যাই থাকুক না কেন এতো এক গভীর আবেগ কাজ করে। কিন্তু পরিতাপের বিষয় এই যে দৈহিক চাহিদা শেষ হওয়ার সাথে সাথেই আবেগের ক্ষয় শুরু হয়, এবং শেষ পর্যন্ত বেশির ভাগ ক্ষেত্রেই এই আবেগ শেষ হয়ে যায়।
আমি এতক্ষণ যে সব কথা বলেছি সেই সব কথা আমার নিজের পর্যবেক্ষণ থেকে সিধান্ত নিয়ে বলা। একজন ছেলেকে খুব কাছ থেকে পর্যবেক্ষণ করেছি। সে তার বান্ধবীর সাথে দৈহিক সম্পর্ক করার পর তার মনে হয়েছে এই জীবনে তার আর কিছুই পাওয়ার নেই। এখন এই পৃথিবীতে তার বেঁচে থাকা অনেকটা বোঝা স্বরূপ। তার মনে হয় তার আত্মহত্যা করাই শ্রেয়। তাকে প্রায় দশ দিনের মতো কাউন্সিলিং করে তাকে আমি বোঝাতে সক্ষম হয়েছি যে তার জীবনে আরও অনেক কিছু কাজ বাকি আছে।
আবার এমন কিছু ভালোবাসা আছে যেখানে আবেগের থেকে টাকার মূল্য অনেক বেশি। সামান্য সিরামিকের ফুলদানীর জন্যও একটি সুন্দর ভালবাসাকে অবলীলায় ভেঙ্গে যেতে দেখেছি। আবার ফোনে ফ্লেক্সিলোড না দেওয়ার কারনেও ভালোবাসার মৃত্যু দেখেছি।
আবার হাজার মাইল দূর থেকেও খুব সুন্দর ভাবে চালিত হাওয়া ভালবাসাও দেখেছি। সবচেয়ে অবাক হয়েছি তাদের দুজনের মাঝে বিদ্যমান শ্রদ্ধাবোধ দেখে।
আবেগ ভালোবাসার অংশ নাকি ভালোবাসা আবেগের অংশ তা আমি ঠিক বুঝতে পারি না। তবে আমার মনে হয় আবেগ আর ভালোবাসা ঠিক আলো আঁধারের মতো। একটি না থাকলে অপরটির গুরুত্ব ঠিক বুঝতে পারা যায় না।
জীবনের সকল ভালোবাসা হোক আবেগ মিশ্রিত ও স্বচ্ছ।
ছবিঃ ইন্টারনেট
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১৬ রাত ৮:৩৬