সুকুমার রায়
হেড অফিসের বড়বাবু লোকটি বড় শান্ত,
তার যে এমন মাথার ব্যামো কেউ কখনো জানত ?
দিব্যি ছিলেন খোসমেজাজে চেয়ারখানি চেপে,
একলা বসে ঝিম্ঝিমিয়ে হঠাৎ গেলেন ক্ষেপে !
আঁৎকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি ক'রে গোল,
হঠাৎ বলেন, "গেলুম গেলুম, আমায় ধরে তোল !"
তাই শুনে কেউ বদ্যি ডাকে, কেউবা হাঁকে পুলিশ,
কেউবা বলে, "কামড়ে দেবে সাবধানেতে তুলিস ।"
ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি,
বাবু হাঁকেন, "ওরে আমার গোঁফ গিয়েছে চুরি !"
গোঁফ হারানো ! আজব কথা ! তাও কি হয় সত্যি ?
গোঁফ জোড়া তো তেমনি আছে, কমেনি এক রত্তি ।
সবাই তাঁকে বুঝিয়ে বলে, সামনে ধরে আয়না,
মোটেও গোঁফ হয়নি চুরি, কক্ষণো তা হয় না ।
রেগে আগুন তেলে বেগুন, তেড়ে বলেন তিনি,
"কারো কথার ধার ধারিনে, সব ব্যাটাকেই চিনি ।
নোংরা ছাঁটা খ্যাংরা ঝাঁটা বিচ্ছিরি আর ময়লা,
এমন গোঁফ তো রাখতো জানি শ্যামবাবুদের গয়লা ।
এ গোঁফ যদি আমার বলিস করব তোদের জবাই"—
এই না বলে জরিমানা কল্লেন তিনি সবায় ।
ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায়,
"কাউকে বেশি লাই দিতে নেই, সবাই চড়ে মাথায় ।
আফিসের এই বাঁদরগুলো, মাথায় খালি গোবর,
গোঁফ জোড়া যে কোথায় গেল কেউ রাখে না খবর ।
ইচ্ছে করে এই ব্যাটাদের গোঁফ ধরে খুব নাচি,
মুখ্যুগুলোর মুণ্ডু ধরে কোদাল দিয়ে চাঁচি ।
গোঁফকে বলে তোমার আমার – গোঁফ কি কারো কেনা ?
গোঁফের আমি গোঁফের তুমি, তাই দিয়ে যায় চেনা ।"
সোর্সঃ বাংলা কবিতা
অফিসের বড়বাবুর মতো সারা বিশ্বেই গোঁফ একজন পুরুষের কাছে তার নিজস্বতা এবং আত্নপরিচয় জ্ঞাপক। গোঁফ নিয়ে চলে নানা পরীক্ষা-নিরীক্ষা, গবেষণা, পরিচর্যা, বিভিন্ন প্রতিযোগিতা( আমাদের দেশে হয় কিনা জানি না)
আসুন আজ দেখে নেই কিছু শৈল্পিক, অনেক দিনের সাধনার ও পরিচর্যার ফসল কিছু গোঁফ ও তাদের মালিককে। উল্লেখ্য ছবিগুলো গুগলের কাছ থেকে পাওয়া।
এম.এ.জি ওসমানী
জগজিৎ সিং অরোরা
আলবার্ট আইনস্টাইন
এডলফ হিটলার
সাদ্দাম হোসেন
জোসেফ স্টালিন
ভ্লাদিমির পুতিন
ব্লগার জিয়া চৌধুরী
কিছু অজানা গোঁফুয়াঃ
ব্লগারদের গোঁফের ছবি এই পোস্টে দেখতে মুঞ্চায়। কেউ চাইলে তার প্রিয় গোঁফের ছবি কমেন্টে যোগ করতে পারেন। পোস্টে যোগ করে দেব।
ধন্যবাদ
দাড়ি নিয়ে ছবি ব্লগ
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০১৫ সকাল ৮:৩৮