মনে পরে কি?
সেই দিবা রাত্রির একত্রে দেখা স্বপ্নগুলো,
অথবা ভাবনার শীর্ষে পরষ্পরের মুখ?
অনুভুতি আজও সমানই হয়তোবা
দিনের শুরু হতে শেষের ভাগে সেই পরষ্পরের কন্ঠের নেশা
আজও রয়ে গেছে,
কই! এখন তো শোনাও না সেই কন্ঠ
অথবা আবিষ্কার করোনা কোনো কবিতা
আমাকে নিয়ে আর আমাদের নিয়ে..
শেষ কবে দেখেছিলাম তোমায়?
সেই হাসিটা অথবা চোখের কোণে ঝুলে থাকা পানি
সম্পর্ক অটূট রাখার আমৃত্যু প্রচেষ্টা
আজও ভাসে বদ্ধ চোখের অন্ধকার পর্দায়
আর কল্পনায়।
তবুও ভালোবাসি তোমায়
দেখতে চাই চোখের সামনে দিনের শুরু হতে শেষে
এবং জীবনের আদি হতে অন্তে
মধুর কন্ঠে শুনতে চাই সেই কাব্য
যা লিখা আমাকে নিয়ে, আমাদের নিয়ে।