চলোনা আবার বৃষ্টির স্পর্শ ঠোঁটের ডগায় নিই
ঝড়ো হাওয়ায় উড়ে যাওয়া সেই ছাতার আড়ালে
হয়তো হাতে হাত মিলিয়ে ঠোঁটে ঠোঁটে মিলিয়ে
দাঁড়িয়ে রই জনশূন্য রাস্তার মাঝে।
বাস্তবতা চষে বেড়ানো এই জগতে
চলো আমরা আবার অবাস্তব হই
শত কোলাহলপূর্ণ রঙ্গমঞ্চে আমরা হব-
বাস্তববাদী অথবা সস্তা অভিনেতা
এই সমাজে করবো অধিকার যুদ্ধ
যখন হয়ে পরবো দুজনে মিলে একাকী..
জানোতো
খুব শখ ছিলো ভালোবাসবো তোমায়
আশির দশকের সেই দূর দুরান্তের গল্পের মতো
হয়তো তখন মানুষ ভালোবাসায় রূপকথা খুঁজে পেতো
হয়তো তখন তৈরি হতো না কোনো সস্তা কাহিনী
এক চিঠির ঘ্রাণে পুনঃউজ্জীবিত হতো প্রেমিক যুগল
সপ্তাহের কথা পরের সপ্তাহে
তবে জানোতো?
মুহুর্তের প্রেমে সেই স্বাদ আজ পায়না কেউই
শত আশাকে নিরাশা করে দেয় মুহুর্তেই
অভিমান, দুঃখের মাঝে আজ খুঁজি আমরা
আমাদের প্রেমের অমর কাহিনী।