সাজিদ সাহেব একজন সাধারন ব্যাংকার।সপ্তাহে ৫ দিনই অফিসে ডিউটি থাকে। এখন তিনি প্রায় বার্ধক্যের কোঠায়। আর মাত্র দেড় বছর চাকরি আছে। আজ শুক্রবার। স্বভাবতই ২৬ বছর চাকরীর জীবনের সকল স্মৃতি মনে করছেন। দুই সন্তান দেশের বাইরে থাকে। স্ত্রী মারা গেছে ৭-৮ বছর আগে।
.
সবার মতো তার জীবনেও স্বপ্ন ছিলো তিনি জীবনটাকে একজন সুখী মানুষের মতো কাটাবেন। গ্রেজুয়েশন কমপ্লিট করার পর পারিবারিক অর্থাবস্থার কথা চিন্তা করে ব্যাংক এ চাকরি নিলেন। তিনি চিন্তা করেন কতটাই বয়স ছিলো তার?
.
এই বার্ধক্যে তার একমাত্র সঙ্গী হয়ে দাঁড়িয়েছে তার উঠানের গাছগুলা। বোধয় বৃক্ষরা নিঃসঙ্গ বৃদ্ধদের ভালোবাসে। তারা তাদের মতো সঙ্গী খুঁজে পায়। মনে মনে তাদের দুঃখের কথা বলা-শোনা করে।
.
ব্যাংকে চাকরি হওয়ার আগে তারও স্বপ্ন ছিলো তিনি ঘুরে দেখবেন বিশ্বটাকে। হলো না.. ভাবলেন আগে বাবা-মা সহ পুরো পরিবারটাকে গুছিয়ে নিই.. গোছাতে গোছাতে বিয়ে হয়ে গেলো। কিন্তু তারও স্বপ্ন ছিলো তার ভালোবাসার মানুষকে তার অনুভুতিগুলো জানাবে আর চুটিয়ে প্রেম করে তারপর বিয়ে করবে। নাহ্ এমনটা হলো না, বাবা-মা বার্ধ্যক্যে তাদের শিঘ্রই কাউকে দরকার যারা তাদের একাকিত্বের সঙ্গী হবে। বিয়ের পর চিন্তা করেন চাকরিটা ছেড়ে দিবেন। কিন্তু এখনো তার সংসার গোছানো বাকী। সংসার গোছাতে গোছাতে দুই ছেলের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে চাকরীটা চালিয়ে গেলেন।
.
তখনকার শুক্রবার আর শনিবারের নিয়মে কতটুক ভিন্ন তিনি পরিমাপ করছেন। হাতের চায়ের কাপের মধ্যে থাকা চা নামক গরম পানিগুলো এখন কুশুম গরম।একসময় তিনি টগবগে গরম চা ছাড়া খেতেন না।আসলে চা ফুঁকিয়ে খেতে মজা পান। কিন্তু এখন বার্ধক্যের কারণে ফুঁকিয়ে খেতেও আলসেমি লাগে। নিঃশ্বাসের মাত্রাও বেড়ে গেছে।
.
তিনি চিন্তা করেন ছেলে দুটো বড় হওয়ার পর তিনি তার পরিবারকে নিয়ে বাইরে যাবেন। কিন্তু এমনটাও হলো না। বাইরে যাওয়ার আগে নিজের বাড়ি থাকা দরকার। বাড়ি করতে করতে বুঝলেন জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলোই তিনি শুধুই একজন ব্যাংকার হিসেবে কাটিয়েছেন। 'ব্যাংক' শব্দটা তার মস্তিষ্কে আটকে যায়। প্যারাসিটামল যেমন মাথা ব্যাথা কমায় তেমনি শনি-রবি শব্দটা তার অনুশোচনা একটু কমায়।
.
সন্তানদের তিনি তার মতো করে দেখতে চান না। তারা এখন নিজের মতো করে বেঁচে আছে।সাজিদ সাহেবও স্ত্রী মারা যাওয়ার পর আর তেমন বাইরে যান না। সারা সপ্তাহ ব্যাংক এ যান, তার প্রতিদিনের কাজগুলো করেন। বৃহস্পতিবার অফিস থেকে সরাসরি বাসায় যান না। তিনি রাস্তায় হাঁটেন নিজের স্বপ্নকে ঘিরে যে স্বপ্নগুলো একটা ব্যাংক শব্দের কাছে হার মেনেছে আর তাকে দিয়েছে কেবল একটা শুক্র আর শনিবার।
#শুক্রশনি
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৬ রাত ১১:৩৯