প্রতিদিন সকালটা শুরু করি ভবিষ্যতের কথা চিন্তা করে,বিকালটা পার করি ভবিষ্যৎ,অতীত ত্যাগ করে বর্তমান নিয়ে ভাবার কথা চিন্তা করে আর রাতে ঘুমাই অতীতের সুখ,দুঃখের কথা ভেবে মুখের মধ্যে একটা লম্বা হাসি টেনে।
ভাবনাগুলো ভাবনাতেই থাকে,কাউকে বলা যায় না, আসলে বলার মতোও না।অতীতের স্মৃতিগুলোর সাথে যখন ভবিষ্যতের ভাবনা গুলো এঁটে ধরে তখন বর্তমানটাই ভবিষ্যতে বাজে অতীত হওয়ার চিন্তা মাথায় ঘোরাফেরা করে।এই বর্তমানটাই কিছুদিন পর অতীত হবে আর তখন এখনকার অতীতকে ভুলে এখনকার বর্তমানকে ভেবে তখনকার বর্তমানকে এভাবেই নষ্ট করবো। এইটা চলতেই থাকবে।
তবুও আশা থাকবেই.. জীবীকার জন্য আশা প্রয়োজন। অতীতকে ভুলে ভবিষ্যৎ ভালো করার আশা। কিন্তু অনিশ্চিত ভবিষ্যতের জন্য আমরা মূখ্য বর্তমানকে ভুলে যাই
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৬ রাত ১১:৩৫