ভালোবাসার ছিন্নমূল যন্ত্রণাময় জীবন কেউ চায়না, তবুও পায় অনেকেই। সবাই চায় ভালোবাসার ফুটফুটে প্রশান্তি, আত্মছোঁয়া অভিমান আর কিছু মধুর অমৃত স্মৃতি যা আজিবন চলমান, সবাই চায় এমন একজনকে যাকে পেয়ে তার জীবনের সকল সমস্যা সে ভুলে যাবে কিন্তু কেউ পায়না।
.
চাওয়া আর পাওয়া শব্দদুটি একই রাস্তার বিপরীতমুখী দুই লেনের মতো হলেও এক লেনে ট্রাক চললে অপর লেনে সমগতিতে একই সময়ে সবসময় ট্রাক চলেনা।
.
এই এক জীবনে আমাদের চাওয়ার শেষ নেই, পাইও বা কতকিছু! পেয়েও আমরা খুশি নই।খুশি নই বলেই বিশিষ্ট জনেরা উক্তি দেন 'যাহা চাই তাহা পাইনা, যাহা পাই তাহা চাই না'
আসলেই সেটা। আমি চাই কিছু বড়, আবার অন্য জনের কাছে আমার বড় চাওয়াটাই ছোট। আমার বড় তার ছোট করে চাওয়া কে দেখে আমিও তার সাথে পাল্লা ধরে বড় চাই হোক তা আমার সাধ্যের বাইরে।যখন তার চাওয়া দেখি তখন আমার 'চাওয়া'টা আমার কাছে 'না চাওয়া' হয়ে যায়।
#অসমাপ্ত
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৬ রাত ১১:২৯