কিছুদিন পরেই আমেরিকার নির্বাচন। সেটা নিয়ে সারা বিশ্বের নজর এখন আমেরিকার দিকে। বাংলাদেশের যারা বিশ্ব রাজনীতি নিয়ে ইন্টারেস্টেড তারাও প্রতিদিন খবর রাখছেন কোন জরিপে কে এগিয়ে গেল কে পিছিয়ে গেল। হিলারি ক্ষমতায় আসেছে নাকি পাগলা ট্রাম্প। ব্যক্তিগতভাবে আমি চাচ্ছি যেন পাগলা ট্রাম্প ক্ষমতায় না আসতে পারে, সে আসলে আমেরিকার মুসলমানরা অভিবাসন নিয়ে বিরাট ঝামেলায় পড়ে যাবে।
বিভিন্ন জরিপের রিপোর্টে গত দুইদিনে অবশ্য একটা বিরাট পরিবর্তন দেখা যাচ্ছে। গতকালের রিপোর্টে দেখা যায় পাগলা ট্রাম্প হিলারীর থেকে এগিয়ে গিয়েছে। আজ আবার হিলারী জনপ্রিয়তায় ৬% এগিয়ে রয়েছে। তারমানে যেই জিতুক তাকে শেষ বলে ছক্কা মারতে হবে।
ব্যক্তিগতভাবে যদিও চাচ্ছি ট্রাম্প হারুক, কিন্তু কেন জানি মনে হচ্ছে ট্রাম্পই জিতবে। সেটা মনে হবারও অবশ্য অনেক কারণ আছে, সেটা অনেক কথা। তবে আমাদের দেশের আওয়ামী ও বাম ঘরানার রাজনীতিবিদদের মনোভাবে মনে হচ্ছে তারা ট্রাম্পকেই চাচ্ছেন। সেটারও যথেষ্ট কারণ আছে। আওয়ামী লীগ ডেমোক্রেটদের থেকে কিছুই আদায় করতে পারেনি, উল্টো ডেমোক্রেটদের কাছে জি.এস.পি সুবিধা হারিয়েছে। সেক্ষেত্রে গার্মেন্টস সেক্টরে যে ক্ষতি হয়েছে সেটা অবর্ণনীয়। অন্যদিকে ডেমোক্রেট প্রশাসন এখনো আওয়ামী লীগকে দ্বিতীয় মেয়াদে অফিসিয়ালভাবে স্বীকৃতি দেয়নি। সব মিলিয়ে আওয়ামী ঘরানাররা ডেমোক্রেটের হিলারীকে না চাওয়ার পেছনে যথেষ্ট কারণ আছে। আপাতত আমার কাছে তাই মনে হচ্ছে।
অপরদিকে বামরা কেন ট্রাম্পকে চাচ্ছেন সেটা বুঝে আসছে না। তবে একটা কারণ থাকতে পারে, রাশিয়া যেহেতু চাচ্ছে ট্রাম্প আসুক, সেক্ষেত্রে হয়তো আমাদের দেশের বাম পন্থিরাও চাচ্ছেন ট্রাম্প আসুক। বামদের শিকড়তো সেই রাশিয়াতেই গাড়া। বামদের সম্পর্কে একটা কথা শুনেছিলাম। সোভিয়েত ইউনিয়ন তখন তুমুল চাঙ্গা, সেই সময় ঢাকার বামদের সম্পর্কে বলা হতো, "মস্কোর আকাশে মেঘ দেখা দিলে নাকি ঢাকার বাম নেতারা ছাতা নিয়ে বের হতেন"। ঢাকার বাম নেতাদের ট্রাম্প ভক্তির এটাও একটা কারণ হতে পারে।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৫