সেদিন বৃষ্টি ছিল, আর ছিল
পিচঢালা পথে হেঁটে চলা স্যাঁতসেঁতে ভালোবাসা।
কাকভেজা শরীরে আঁচল ধরে লেপটে দেই
দু'জনার অজানা ভবিষ্যৎ।
পাঁচ আঙ্গুল তখন অন্য পাঁচে বিদ্ধ হয়ে
টেনে আনে আবেগময় উত্তেজনা।
বছর ঘুরে যখন ভবিষ্যৎ উঠে আসে
বর্ষায় তখন আশ্রয় নেই কোন এক বাড়ন্ত ছাদের নীচে।
সেখানে অতীত আর ভবিষ্যতের
মেলবন্ধন এক হয়ে মিশে যায় লেপটে থাকা আঁচলে।
বর্তমানের কাছে আমি সঁপে দেই নিজেকে।
নগরীর পিচঢালা পথ আজও স্যাঁতসেঁতে,
ভালোবাসাটাই কেবল শুষ্ক মনে হয়।
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১৬ রাত ১২:২২