আর্জেন্টিনা কথা রাখেনি, তেইশ বছর কাটলো, আর্জেন্টিনা কথা রাখেনি।
খেলার আগে এক সাপোর্টার তার পাগলামী নাচ হঠাৎ থামিয়ে বলেছিল,
ফাইনালের দিন আর্জেন্টিনা কাপ জিতে যাবে।
তারপর মাঠে ১২০ মিনিট চলে গেল,
কিন্তু আর্জেন্টিনা কাপ জিততে পারলোনা।
তেইশ বছর প্রতিক্ষায় আছি।
একটাও গোল করতে পারেনি লিও মেসি
পেনাল্টি আটকে দিয়ে দাঁত দেখিয়ে হেসেছে ক্লাউডিও ব্রাভো।
অসহায়ের মতন মাঠে দাড়িয়ে দেখতে হয়েছে
চিলির বিজয় উৎসব।
মাঠের গ্যালারীতে বসে লাল ড্রেস পরা চিলির ফর্সা রমনীরা
কত রকম আমোদে হেসেছে,
আর্জেন্টিনার মেয়েদের খুজেও পাওয়া যায়নি।
মার্টিনো-মেসির কাঁধ ছুঁয়ে বলেছিল,
দেখিস, একদিন, আমরাও...
মার্টিনো এখন অন্ধ, তাদের দেখা হয়নি কিছুই।
সেই বিশ্বকাপ, সেই কোপা আমেরিকা, সেই বিজয় উৎসব
তাদেরকে কেউ ফিরিয়ে দেবেনা।
বুকের মধ্যে সাহস নিয়ে ম্যারাডোনা বলেছিল
যেদিন কোপা আমেরিকা জিততে পারবে
সেদিন দেশে ফিরে এসো।
কোপা আমেরিকা জেতার জন্যে পানামাকে হারিয়েছি
ভেনিজুয়েলাকে দিয়েছি চার গোল।
ফাইনালে রুহো ফাউল করতে করতে পেয়েছে একটি লাল কার্ড,
তবুও খুশি হয়নি ম্যারাডোনা, এখন তার মুখে শুধুই বাজে কথা।
এখনো সে যে- কোনো খেলোয়াড়।
আর্জেন্টিনা কথা রাখেনি, আর্জেন্টিনা কথা রাখেনা।
সুনীল গঙ্গোপাধ্যায় বেঁচে থাকলে হয়তো লাইনগুলো আরো সুন্দর হতো। সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি কবিতা অবলম্বনে।
সর্বশেষ এডিট : ২৮ শে জুন, ২০১৬ রাত ১:০১