ভালইতো ছিলাম. কোন পিছুটান ছিলনা।
বহিমিয়ান লাইফে ছিলনা কোন প্রত্যাশা।
আজ যখন একটু একটু করে চাইতে শিখেছি,
ভালোবাসার গোপন ভেদের খুব
কাছাকাছি পৌছে গিয়েছি,
আপন পরের পার্থক্য বুঝেছি,
তখনই উত্তাল সাগরের ঢেউ
আর মরুভুমির উত্তপ্ত বালুঝড়ে বিলীন হতে লাগলো
তিল তিল করে গড়ে তোলা স্বপ্নরাজ্য।
আপন ভূমে ফেরারী হয়ে খুজে ফিরি
আপন সত্ত্বাকে।
আমি আমাতে নেই। এই মনে
রাজত্ব চলে অন্যকারো।
বালুঝড়ে একপাশে জড়ো হওয়া বালুর স্থুপে
আবার প্রাসাদ গড়ি।
স্বপ্ন দিয়ে আলোকিত করি বালুর প্রাসাদ।
আমি বোকা বিলীন হই বারে বারে।
বিলীনেরে আমি ভালোবেসেছি।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৬ দুপুর ১:২০