আজকে ভারতের আনন্দবাজার পত্রিকায় গতকালের আইসিসি-র সভায় নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলির একটি তালিকা দেওয়া হয়েছে। তালিকাটি পড়ে ১ম ও ২য় সিদ্ধান্তদুটি কেমনজানি মনের মধ্যে খটকা লাগতেছে।
সিদ্ধান্তদুটি।।।
*১• সব সদস্য দেশেরই সব ধরনের ক্রিকেট খেলার অধিকার থাকবে দক্ষতা অনুযায়ী।
*২• অবনমনের আওতায় তিন প্রধানও (ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া) থাকছে।
এখানে ২নং এর "অবনমন" এবং ১নং এর "দক্ষতা অনুযায়ী " কথাদুটো খটকা লাগছে।
যদি ১স্তরের ক্রিকেটই হয় তাহলে অবনমন আসে কোথা থেকে? অবনমন তো হয় ২স্তরের বেলায়। এই অবনমন কোথায় কিভাবে হবে? তবে কি দ্বিস্তরই চালু হচছে ? এই বিষয়টি আরও খটকা জাগায় সব স্তরের ক্রিকেট খেলতে " দক্ষতা অনুযায়ী" কথাটি দারা। যেহেতু বাংলাদেশ র্যাংকে দশ দেশের মাঝে ১০ নম্বরে, তাই আবার একথা বলা হবেনাতো তাদের দক্ষতা নেই সুতরাং তারা খেলতে পারবেনা।
*আমি চাই আমার আশঙ্কা ভুল হোক। তাই যারা আরও ভালভাবে জানেন তারা একটু ক্লিয়ার করে বললে খুশি হব।