আমি মনে করি ব্লগের উদ্ভাবন একটি যুগান্তকারী ঘটনা। আমাদের সৃষ্টিশীলতা এবং জ্ঞানভাণ্ডার বৃদ্ধি করতে ব্লগ সবচেয়ে বেশী অবদান রাখবে। শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য এটা একটা আশীর্বাদ।একজন শিক্ষক তাঁর বিষয় সুন্দরভাবে উপস্থাপন করে তা ছাত্রদের মাঝে ছড়িয়ে দিতে পারেন। আমরা এখন অনেক কিছুই ব্লগের মাধ্যমে শিখতে পারছি।
আবার ছাত্ররাও ব্লগ খুলে লেখালেখি করতে পারে এবং শিক্ষকদের দিয়ে দেখিয়ে নিতে পারে। শিক্ষকগন নিজ সময়ে সেগুলো দেখে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে পারেন।ব্যাপারটা এরকম যে একজন শিক্ষক তাঁর ছাত্রদের পড়ার টেবিলে রক্ষিত খাতাগুলো যখন ইচ্ছা দেখতে পারছেন যেখান থেকে খুশী।
একটি ব্লগ থাকা মানে একটা প্রকাশনা থাকা। নিজের সৃষ্টি, নিজের মনোভাব অন্যের কাছে তুলে ধরার একটি মস্ত বড় হাতিয়ার।
সেদিন বগুড়ার সূচনা প্রেসে গিয়েছিলাম কলেজের ম্যাগাজিন ছাপানোর কাজে। মনে হলো লেখার পরিমাণ কম। তখন মনে হলো আমার একটা লেখা ব্লগের ড্রাফটে আছে। তখনি ইন্টারনেট সংযোগ দিয়ে ব্লগ থেকে লেখাটা কপি করে প্রেসকে দিলাম।
আগে লেখতে ইচ্ছে করতো না। কিন্তু এখন একটা চাপ অনুভব করি। ব্লগের জন্য লিখতে হবে। অন্য বন্ধুরা লিখছেন, আমি কেন বসে থাকবো? এরকম করতে করতে লেখার সংখ্যা বেড়ে যাচ্ছে, মনোবলও বাড়ছে। ক্রমাগত লেখক বন্ধুদের সাথে সখ্যতা বাড়ছে।
আমি বিশ্বাস করি ব্লগের সুষ্ঠু চর্চার মাধ্যমে মানব সভ্যতার উৎকর্ষতা অনেকাংশে সাধিত হবে।
ব্লগকে দ্রুততর, আকর্ষণীয়, অধিকতর কার্যকরী করতে হলে