♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)
(ছবি নেট হতে)
রসুল ( স: )-কে অবমাননা করে পোস্ট যেমন ব্লগে আসে, তেমনি ঊনাকে সম্মান করা পোস্টগুলোও আসা উচিৎ। কিন্তু এক্ষেত্রে আমাদের বড্ড কার্পণ্যতা। সম্প্রতি তেমনি একটি খবর হিন্দুস্থান টাইমস্-এ এসেছে যা নিয়ে মনে হয় আলোচনা হওয়া দরকার। আলোচনার স্বার্থে পুরো খবর নিম্নে যুক্ত করছি। এই বিষয়ে আপনাদের মতামত কি?
=স্বরা ভাস্কর বরাবরই বিজেপি বিরোধী। মাঝে মধ্যেই তাঁকে কেন্দ্রীয় সরকারকে একহাত নিতে দেখা যায়। এদিন ফাহাদ আহমেদের হয়ে প্রচারে বেরিয়ে আবারও তিনি সুর চড়ালেন মোদীর সরকার এবং দলের বিরুদ্ধে। একই সঙ্গে সম্প্রতি হিজাব পরে মৌলানার সঙ্গে দেখা করা নিয়ে যে বিতর্ক ছড়িয়েছে সেটারও জবাব দেন।
এতদিন সকলেই জানতেন স্বরা একেবারেই গোড়া নন। বরং পুরুষতান্ত্রিকতা, ধার্মিক বিষয়কে কটাক্ষ করেছেন। সেখানে তাঁর এই রূপ দেখে অনেকেই অবাক হয়েছেন। ফলে কটাক্ষের শিকার হতেই মুখ খুললেন অভিনেত্রী। বললেন, 'এটা সত্য যে আমি হিন্দু পরিবারে জন্মেছি, বড় হয়েছি। এটা সত্য যে আমি একজন মুসলিমকে বিয়ে করেছি। কিন্তু আমি এটা পরিষ্কার করে দিতে চায় যে কোন ধর্ম বা জাতের আপনি সেটা কখনই বাধা হয়ে দাঁড়াতে পারে না নবী মহম্মদকে সম্মান জানানোর জন্য।'
স্বরা এদিন একই সঙ্গে বিজেপিকেও একহাত নেন। বলেন, 'যাঁরা বারবার আমার এবং আমার স্বামীর বিশ্বাস, ধর্ম নিয়ে প্রশ্ন তুলছেন তাঁদের জিজ্ঞেস করতে চাই আপনাদের সেই বিশ্বাস, ধর্ম কোথায় ছিল যখন অনিল রাঠোর নীতেশ রানের জন্য এখানে একটা মিটিংয়ের আয়োজন করে আর আপনাদের নবীকে অসম্মান করেছিল। আপনাদের বিশ্বাস তখন কোথায় ছিল যখন বিলকিস বানোর ধর্ষণকারীদের বিজেপি নেতারা মালা পরিয়ে বরণ করেছিল?’=
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০২৪ রাত ৯:৪৩