১। অপ্রয়োজনীয় ইমেজগুলোকে সরিয়ে ফেলা: আমরা জানি ব্লগে ইমেজ, ভিডিও ক্লিপ বেশী থাকলে ব্লগ ভারি হয়ে যায়। তাই আমি ব্লগার ড্যাশ-বোর্ডে গিয়ে টেম্পলেটের আডভান্স সেটিং এর ব্যাকগ্রাউন্ড থেকে ইমেজ রিমুভ করলাম। তাছাড়া অপ্রয়োজনীয় ইমেজগুলো সরিয়ে ফেললাম, ফলে আমার ব্লগগুলো এখন আরো বেশী দ্রুত হলো।
২। ব্লগের বিভিন্ন অংশ কালার কম্বিশনের মাধ্যমে সুন্দর করা: ব্লগের বিভিন্ন অংশ যথাক্রমে হেডার, ফুটার, সাইড বার, পোস্টিং এর জায়গা, টাইটেল, টেক্সট, লিঙ্ক, ট্যাগ, গেজেট ইত্যাদির কালারের সমন্বয়ের মাধ্যমে ব্লগকে আকর্ষণীয় করা যায়। টেম্পলেটের আডভান্স সেটিং থেকে সহজে কালার নির্ধারণের কাজ করা যায়।
৩। ব্লগকে ওয়েবসাইটের রূপ দেয়া: লেবেলের ইউ আর এল এর এড্রেসের লিঙ্ক দিয়ে পেজ তৈরি করলে তা দেখতে ওয়েবসাইটের মত দেখাবে এবং কাজের ও সুবিধা হবে।
আমি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করলাম।
আমার ব্লগ-১
আমার ব্লগ-২
আমি কেন ব্লগ পছন্দ করি