অবশেষে ফাঁস হলো গোপন কথাটা
চিরকালই তা হয় শেষমেশ।
পরিপক্ক হলো রসালো গল্পটা
ঘনিষ্ঠ বন্ধুদের বলবার জন্য,
আড্ডায় বসে চায়ের কাপে।
জিহ্বারও আকাঙ্ক্ষা আছে।
স্থির পানির গভীরতা বেশি।
আর আগুন ছাড়াতো ধোঁয়া হয় না প্রিয়।
শবাগারের শবের আর লিঙ্কসের ভুতের পিছনে
নৃত্যরত রমণীর আর মাতালের মাতলামির পিছনে
ক্লান্ত-শ্রান্ত চেহারার আর মাইগ্রেনের ব্যথার পিছনে
দীর্ঘশ্বাসের পিছনে, আছে আর একটা গল্প
যা কিছু দেখে চোখ তার চেয়েও বেশী।
স্পষ্ট কণ্ঠটা হঠাত জোরে গাইতে থাকলো
কনভেন্ট দেয়ালের ভিতর
স্ট্রবেরী ঝোপের সুগন্ধি
হলের দেয়ালে ক্রীড়া-মত্ত ছবিসমুহ
গ্রীষ্মকালের ক্রকুয়েট প্রতিযোগিতা
রুমাল, হ্যান্ড-সেক, কাশি, চুম্বন
সর্বদা সেখানে আছে দুষ্টু গোপনীয়তা
আছে একান্ত নিজস্ব উদ্দেশ্য।