কতোটা সভ্য হয়েছো বলো
লক্ষ যুগ পেরিয়ে এসেছো তুমি
কতোটা সভ্য হয়েছো বলো।
বলো, সেই অন্ধকার গুহা থেকে বেরিয়ে এসেছো পুরোপুরি?
বলো, তোমার অন্তর থেকে মুছে গেছে
গুহাবাসী জীবনের সব পদচ্ছাপ?
এখনো তো তুমি ঘন জঙ্গলের মাঝে উল্লাসে বেড়াও ছুটে
শিকারের খোঁজে।
এখনো তো তুমি ইচ্ছা করো
শিকারের সেরা মাংসটুকু পেতে।
এখনো তো তুমি আশে পাশে অন্যকে অভুক্ত রেখে
পেট পুরে খেয়ে তৃপ্ত চিত্তে আরামে ঘুমাও।
এখনো তো তুমি যৌনতায় ভীষণ কাতর
সুযোগ পেলেই হামলে পড়ো
সাজানো বাগান পোড়াও আগুনে বিদিশা নেশায়।
এখনো তো আত্মস্বার্থে বুকে পুষে রাখো নির্মম আক্রোশ
প্রতিদ্বন্দ্বী বিনাশের উন্মত্ত বাসনা।
তবুও নিজেকে সভ্য ভাবো
বলো সভ্যতার স্বর্ণশীর্ষে পৌঁছে গেছো তুমি!
আত্মমুগ্ধ বালকের মতো অবিরাম বলে যাও
সভ্যতার নিটোল বয়ান
লিখে যাও গেয়ে যাও সভ্যতার জয়গান।
(গ্রন্থ – আমি তো সুখ চাইতেই পারি)
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১৮ বিকাল ৪:৩৫