১) এস এস সি পরীক্ষার পূর্বে আমার শ্রদ্ধেয় স্কুল শিক্ষক আমাকে অভিশাপ দিলেন "তুই জীবনেও লেখাপড়া করতে পারবি না আর পাস করা তো দুরে থাক" । স্যার আমার উপর রাগার কারন সিরি দিয়ে নামতে যেয়ে স্যারের সাথে হালকা ধাক্কা খাওয়া । এ ক্ষুদ্র অপরাধে পরীক্ষার পূর্ব মুহুর্তে স্যারের অভিষাপ কতটা কষ্ট কর তা আর বলে বোঝানো যাবে না।
বাস্তবতা : লেখা পড়া করতে করতে কিছু আর বাকি রাখিনি এস এস সি থেকে মাস্টর্স এক দৌড়ে ক্লিয়ার। ২০০৪ এ ইতি টানা ।
২) " ব্যাবসায়ী পরিবারের ছেলে না হলে জীবনেও ব্যাবসা করতে পারবি না "
বাস্তবতা : ব্যাবসা তো করলাম অনেক উত্থান পতন ও দেখলাম তবে আমি সফল বলতে পারি।
৩) "তোকে দিয়ে জীবনে প্রেম হবে না"
বাস্তবতা : ভালোবাসা পরিসমাপ্তি টানতে যাচ্ছি এ বছর ই ৫ বছর পর।
৪) "সারাদিন ঘুমাছ জীবনে কি করবি "
বাস্তবতা : সারারাত পৃথিবীর বিভিন্ন দেশের ওয়েব ডিজাইন আর ডেভলপমেন্ট করি। হা হা হা
৫) "চাকরির ভাইবা দিতে থাক দিতে থাক ১ বছর দিলে একটা হবে মনে রাখিস"
বাস্তবতা : জীবনে যে কোন ভাইবা ১ বার দিয়েছি আর দিতে হয় নি প্রথম বারেই সিলেক্ট।
৬) "মিউজিক একটা ফালতু জিনিস এ গুলা করলে লেখা পড়া হবে না রসাতলে যাবি"
বাস্তবতা : মিউজিক নিয়েই ছিলাম ৫ বছর কই পড়াশুনার তো কোন ক্ষতি হয় নি।
৭) মা কে এক প্রতিবেশী বলেন "বাড়ী বানানো এত সহজ না আপনার পোলারে দিয়া হইবো না আমাদের দেখেন পাগল হইয়া গেছি আমরা বুঝি "
বাস্তবতা : বাড়ী ৬.৫ তালা রেড়ী এবং এলাকার সবচেয়ে সুন্দর এবং পারফেক্ট সংস্থাপন আমি ই করেছি।
আসলে কথাগুলো জীবনে ভুলার মত নয় । শত শত বাধা আমার জীবনে এসেছে তবে আমি ডোন্ট কেয়ার একটা ছেলে । আমি জানি মানুষের দ্বারা সব সম্ভব তবে কেন আমার দ্বারা নয়। আমার জীবনে যত অভিষাপ যত কটুক্তি সকল কিছু কে ফেলে সামনে এগিয়ে যাচ্ছি । জীবনে এখনো অনেক কিছু করার বাকী সব কিছু আমার সাবজেট ব্যাবস্থাপনায় ডায়াগ্রামের মত করতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন। আর সবাই আমার মত সামনে এগিয়ে যাবেন। শত বাধা কে পিছনে ফেলে। যাস্ট ডোন্ট কেয়ার।