সেদিন ট্রেন ষ্টেশন থেকে বের হচ্ছি, পাশে ওভার ব্রিজের উপর দেখি এক ভদ্রলোক মাইক্রফোন হাতে জ্বালাময়ী বক্তৃতা দিচ্ছেন, এমন ভঙ্গিতে কথা বলছে যেন তার সামনে হাজার হাজার মানুষ বসে আছে। প্রকৃতপক্ষে দর্শক সারিতে কেও-ই নেই! শুধু তার পিছনে দু’পাশে দু’জন কোট-টাই পরা ভদ্রলোক মুখে কৃত্রিম হাসি সেঁটে দাঁড়িয়ে আছে। সামনে মানুষ আছে ঠিকই কিন্তু তার কথা শোনার আগ্রহ/সময় কারো নেই, যে যার মত হন্তদন্ত হয়ে কাজে ছুটছে। প্রথম প্রথম জাপানে এসে এরকম দৃশ্য দেখে ভড়কে যেতাম, এখন বুঝি; সামনে নিশ্চয় কোন নির্বাচন, বক্তা সেই নির্বাচনের প্রার্থী, জনগনের কাছে তার বক্তব্য তুলে ধরে ভোট প্রার্থনা করছে।
দেশের সরকার বা দেশের নির্বাচন নিয়ে জাপানিজরা এরকমই উদাসীন, কে ক্ষমতায় এলো আর কে গেলো এ নিয়ে খুব কম জাপানিজেরই মাথা ব্যাথা আছে। ভোট কাস্টিং কেমন হয় সে বিষয়ে খুব স্পষ্ট ধারনা নেই তবে এদের ভোট নিয়ে উৎসাহ একেবারে নেই বললেই চলে। অপেক্ষাকৃত বয়স্করা তাদের বয়স্ক ভাতা বা অন্যান্য সুযোগ সুবিধা কে কতটা দিবে তা নিয়ে হয়ত একটু ইন্টারেস্টেড থাকে, অন্যরা যার যার কাজ নিয়ে-ই বেশী ব্যস্ত। একটা বড় সংখ্যক জাপানীজ তাদের প্রধানমন্ত্রীর নাম পর্যন্ত জানে না। (এত ঘন ঘন পদত্যাগ করে! কয়টার মান মনে রাখবে বলুন!!)
ছবিতে দেখুন, একজন মহিলা ক্যান্ডিডেট কোন এক মার্কেটের সামনে দাঁড়িয়ে বক্তৃতা করছেন। ভদ্রমহিলার ভাগ্য খুব ভাল (অথবা সে কোন বড় নেত্রী) ২০/২৫ জন লোক তার বক্তৃতা শুনছে। অবশ্য একটু খেয়াল করলে দেখতে পাবেন, সব বুড়া-বুড়ি! কাজ কাম নেই তাই হয়ত অবসর সময় কাটাচ্ছে!
আর একটি উপায়ে ওরা প্রচারণা চালায় ... প্রার্থী তার সাইকেলের আগে পিছে কিছু ব্যানার বেঁধে নিয়ে গলায় একটা হ্যান্ড মাইক ঝুলিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে ভোট চেয়ে বেড়ায়।
আর একটু বড় নির্বাচন হলে বা প্রার্থী একটু ধনী হলে এরকম গাড়ীতে করে প্রচারণা চালায়।
দৃশ্য মুটামুটি একই রকম ... একটা মাইক্রোবাস, ড্রাইভারের পাশের সীটে প্রার্থী হাসিমুখে বসে সামনে যাকে পাচ্ছেন হাত নাড়ছেন আর মাথা ঝুকাচ্ছেন, পিছনের সীটে দুই সারিতে দুই দুই চার জন তরুনী বাইরে হাত বের করে নাড়াচ্ছেন, সবার হাতে সাদা গ্লাভস, মুখে কৃত্রিম মাপা হাসি। আমার ধারনা এই লোক গুলো ও ভাড়া করা, প্রফেশনাল, নইলে সবার স্টাইল একই রকম হয় কেমনে!!
সব শেষে আসি পোষ্টারে ... ওমক ভায়ের চরিত্র ফুলের মত পবিত্র বা ওমক ভাই ভাল লোক জয়ের মালা তারই হোক – প্রচারে এলাকাবাসী! ! এ জাতীয় কোন পোষ্টারে এখানে চোখে পড়ে না। এখানে পোষ্টার লাগানোর জন্য সিটি অফিসের পক্ষ থেকে আবাসিক এলাকায় কিছু অস্থায়ী বোর্ড লাগানো হয়; প্রার্থী শুধু তার ব্যালট নং লেখা নির্দিষ্ট ঘরের একটা করে পোষ্টার লাগাতে পারেন। দেখুন সেরকম একটা পোষ্টার বোর্ড!
এই পর্ব আপনাদের ভাল লাগলে সামনে আরো কিছু মজার বিষয় নিয়ে লেখার ইচ্ছা আছে।
সাধারণ জাপানিজদের নিয়ে লেখা আগের ব্লগ গূলোঃ
জাপানিজঃ আজব এক জাতি !!!
গাড়ীর হর্ন ঃ জাপানীজ স্টাইল !!! (২) (এটি আগের লেখা, এই সিরিজে লিস্টেড করলাম)