
রোহিঙ্গা ইস্যুতে ব্লগ কিছুদিন থেকে আবার উত্তাল হয়েছে; বাংলাদেশে তাদের আশ্রয় দেওয়া-না দেওয়া নিয়ে বিতর্ক চলছে সমানে। সেই বিতর্কে না গিয়ে আসুন একটু অন্যভাবে চিন্তা করি, এদের সমর্থনে কিছু করা যায় কি না। প্রকৃতপক্ষে, বর্তমান সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক এমন কি নৈতিক বিষয় বিবেচনা করলে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় দেওয়া ভাল কোন সমাধান নয়, এমনকি এটা রোহিঙ্গাদের ভবিষ্যতের জন্যও ভাল কিছু হবে না। কিন্তু মানবিক দিক বিচার করলে ভাসমান অসহায় ভয়ার্ত এই মুখ গুলোর জন্য অবশ্যই কিছু করা উচিৎ। কিন্তু কি করা যায় ???
এই দাঙ্গা রহিঙ্গা ও রাখাঈনদের মধ্যে বাধলেও এখানে সারা মিয়ানমারের লোকজন মূলত রাখাইনদের পক্ষ অবলম্বন করেছে। আমার কিছু মিয়ানমার ফ্রেন্ডদের দেখছি ওরা রোহিঙ্গাদের বিরুদ্ধে ইন্টারনেটে ব্যাপক প্রচারণা চালাচ্ছে। তাদের ভাষায়, রোহিঙ্গারা বাংলাদেশের নাগরিক, তারা মিয়ানমারে এসে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, তারা রাখাইন দের গ্রাম জ্বালিয়ে দিয়েছে ... ইত্যাদি, ইত্যাদি। অপরদিকে, রোহিঙ্গারা অবহেলিত অশিক্ষিত জনগোষ্ঠী; তাদের পক্ষে কথা বলার লোকের খুব অভাব, আমরা এবিষয়ে তাদের কিছুটা সাহায্য করতে পারি।
আমরা সংশ্লিষ্ট Embassy বা UN Organization গুলোতে রোহিঙ্গাদের দুরাবস্থার কথা জানিয়ে, সাথে কিছু ছবি পাঠিয়ে তাদেরকে সাহায্য করার আবেদন করতে পারি। একটা-দুইটা মেইল এ হয়ত কিছু হবে না, কিন্তু হাজার খানিক মেইল গেলে নিশ্চয় কিছুটা কাজ হবে। অন্তত এটুকু বলা যায়, ব্লগে নিজেদের মধ্যে চিল্লাচিল্লি আর সরকারকে গালি দেওয়ার চেয়ে এটা বেশী ইফেক্টিভ হবে। আপনার কাছে বিষয়টি গুরুত্বপূর্ণ মনে হয়, তাহলে আপনিও ৫ মিনিট খরচ করে (পোষ্টে একটা কমেন্ট করতে যতটুকু সময় লাগে) কিছু ছবি সহ ইংরেজিতে ২/৩ লাইনের একটি চিঠি লিখে পাঠাতে পারেন। চিঠিটি একটি এড্রেসে পাঠিয়ে বাকি গুলো BCC দেওয়াই ভাল হবে; তাহলে এক click এ অনেকের কাছে মেইলটি চলে কিন্তু কেও কারোটা দেখতে পারবে না।
চিঠিটি এরূপ হতে পারেঃ
Subject: Stop Genocide, Save the Rohingyas in Myanmar!
Dear Sir,
You know, the Rohingyas of Myanmar are living in inhuman condition after the continuous clash between two groups. Thousands of men-women-children took shelter in the boat or Jangle for the fear of life. Some of them are trying to enter Bangladesh to save their life. However, Bangladesh is overpopulated and poor country. 2 lakh Rohingya Refugees have been living here for 20 years. It is very difficult for Bangladesh to bear this extra burden of new Refugees. Rohingyas are the citizen of Myanmar, so the government of Myanmar should protect them. Please take necessary steps to save the helpless people of Rohingyas in Myanmar.
Sincerely,
……………
এখান থেকে কপি করতে পারেন অথবা নিজের মত করে কিছু লিখতে পারেন; কিন্তু মেইলটি হুবহু কপি-পেষ্ট করবেনা, তাতের এর অথেন্টিকিটি নিয়ে প্রশ্ন উঠতে পারে। আপনার যতগুলি মেইল এড্রেস আছে সব গুলো থেকে একটি করে মেইল পাঠাতে পারেন। আপনাদের সুবিধার্থে এখানে কিছু ইমেইল এড্রেস দেওয়া হলঃ
বিদেশে অবস্থিত মিয়ানমারের Embassy
China, Pakistan, Singapore, Japan, USA, Switzerland
myanmarconsular@yahoo.com, ambassador@myanmarembassy.com, info@myanmarembislamabad.com, ambassador@mesingapore.org.sg, contact@myanmar-embassy-tokyo.net, info@mewashingtondc.com, mission.myanmar@ties.itu.int ,
মিয়ানমারে অবস্থিত বিভিন্ন দেশের Embassy
Bangladesh, China, Egypt, India, Japan, Korea, Singapore, EU, Italy, Netherland, Norway, Russya, Switzerland, Sweden, Canada, USA সহ অধিকংশ দেশ।
bdootygn@mptmail.net.mm, mofa.aung@mptmail.net.mm, KBRIYGN@myanmar.com.mm, mwkyangon@mptmail.net.mm, singemb@mptmail.net.mm, delegation-Thailand@deltha.cec.eu.int, germemb@mptmail.net.mm, ambyang@mptmail.net.mm, ban@minbuza.nl, emb.bangkok@mfa.no, Vertretung@ban.rep.admin.ch, ambassaden.bangkok@foreign.ministry.se,
The United Nations High Commissioner for Refugees (UNHCR) এর বিভিন্ন দেশের কার্যালয়
Myanmar, Japan, China, Thailand, India, Pakistan, Korea, Malaysia, Saudi Arabia, Singapore, Indonesia, Russia, USA, Britain, Australia, France, Germany, Canada, Italy , Switzerland
myaya@unhcr.org , jpnto@unhcr.org , chibe@unhcr.org , thaba@unhcr.org , indne@unhcr.org , PAKIS@UNHCR.ORG , korse@unhcr.org , mlslu@unhcr.org , sauri@unhcr.org , thaba@unhcr.org , thaba@unhcr.org , insja@unhcr.org , rusmo@unhcr.org , usawa@unhcr.org , gbrlo@unhcr.org , aulca@unhcr.org , frapa@unhcr.org , gfrbe@unhcr.org , canot@unhcr.org , itaro@unhcr.org
UN Human Rights (OHCHR) এর প্রধান কার্যালয়
swige@unhcr.org, InfoDesk@ohchr.org
আরো কিছু উপায়ে প্রচারণা চালাতে পারেন, যেমনঃ
১. ফেইসবুক, ইউটিউব সহ সম্ভাব্য সব মিডিয়ায় এই ছবি গুলো আপলোড করে বিশ্বের মানুষের কাছে রোহিঙ্গাদের দুরবস্থার কথা প্রচার করতে পারেন।
২. Stop Genocide, Save the Rohingys in Myanmar! নামে ফেইসবুকে একটি পেইজ খোলা হয়েছে এখানে কমেন্ট করতে পারেন, ছবি সংগ্রহ করতে পারেন। অন্ততঃ একটা like দিন !
Click This Link
৩. UNHCR এর Head Office এ অনলাইন ম্যাসেজ পাঠতে পারেন
Click This Link
৪. মিয়ানমারের একটি বড় গুরুপ এখান থেকে রোহিঙ্গাদের বিরুদ্ধে প্রচারণা চালাচ্ছে, এখানে প্রতিবাদ জানাতে পারেন।
http://www.facebook.com/ElevenMediaGroup
ফেস বুকে আং সান সু কি এর ফ্যান পেইজটাতে কমেন্ট পারেন, ওদের পেইজ এ গিয়ে প্রতিবাদ করার সুযোগ কেন হাত ছাড়া করবেন!
http://www.facebook.com/aungsansuukyi
আপনাদের মুল্যবান মতামত; এবং অন্তত একটি করে মেইল পাঠাবেন এই আশা রাখছি !
(বি দ্রঃ এই লেখাটি বেশ কিছুদিন আগে পোষ্ট করেছিলাম; সংগত কারণে কিছুটা এডিট করে রিপোষ্ট করলাম)