আজ বাইক চালিয়ে ইউনিভার্সিটিতে আসার পথে একটা হর্ন খেলাম! একটু তাড়া ছিল, হলুদ লাইট দেখেও ভাবলাম পার হয়ে যেতে পারব, দিলাম টা--ন; ব্যাস! পং ং ং ং ...
জাপানিজরা সাধারণত গাড়ীতে হর্ন বাজায় না। তবে এখানে হর্ন খাওয়া বলে একটা ব্যাপার আছে! হর্ন খাওয়া আবার দুই ধরনের, একটা খেলে ভালই লাগে অন্যটা খুবই তিতা!;
মনে করেন আপনার পাশে সাইড রোড় দিয়ে কেও মেইন রোডে ঠূকবে; আপনি তাঁকে একটু সুযোগ করে দিলেন আপনার আগে যেতে। সেক্ষেত্রে সে আপনাকে ক্রস করে যাওয়ার সময় আস্তে ছোট্ট করে একটা হর্ন দিবে। এটার অর্থ কৃতজ্ঞতা স্বীকার! অর্থাৎ আপনার যেখানে প্রাওয়োরিটি সেখানে আপনি যদি অন্যকে যেতে সুযোগ দেন তাহলে এধরনের একটা হর্ন কৃতজ্ঞতা স্বরূপ পেতে পারেন।
আর একধরণের হর্ন আছে যেটা খুব কর্কশ এবং জোরে। আপনি যদি চলতি পথে কোন ট্রাফিক রুল ভায়োলেট করেন বা করতে উদ্দত হন তাহলে পাশের গাড়ী থেকে এরকম হর্ন খেতে হতে পারে। এই হর্ন খাওয়াটা খুবই লজ্জা জনক! কারণ এই হর্ন খেলে চারদিকের সবাই আপনার দিকে চমকে তাকাবে; যেমনটা হয় আমাদের দেশে একটা গাড়ী আরেকটার সাথে জোরে ধাক্কা খেলে! সবাই আপনার দিকে এমন ভাবে তাকাবে, মনে হবে কি না কি ভয়ানক এক্সিডেন্ট ঘটাতে যাচ্ছিলেন। নিজেকে খুব বেক্কল বেক্কল আর অপরাধী লাগে ...
এখন বুঝতেই পারছেন আমি সাত সকালে কোন হর্ন টা খেয়েছি ...
যাহোক, যে যেখানেই গাড়ী চালান না কেন আরেকটু ধর্য্য বাড়ান; সতর্ক হোন! এক সেকেন্ডের একটা ভুলে পুরা জীবন ওলোট পালট হয়ে যেতে পারে!
সবাই নিরাপদে থাকুন!!!