বন্ধুদের অনেকেই বান্দরবানযায়নি , কারন সবার ধারণা এত দুরের পথ ... তাদেরকে বলতে চাই বান্দরবান দেখতে (বান্দরবানহল দেখার জায়গা কারন এটা ছবির মত সুন্দর)যেতে হলে অফিস অথবা ক্লাস মিস দিতে হয়না । তাহলে কিভাবে???
খুব সহজ... ঢাকা থেকে রাতের বাসে রওনা দিবেন।গ্রপ টা বড় হলে ভালো ৬-৮ জন অথবা ১৩-১৫জন। এস আলাম; শ্যামলী; ইউনিক আরও অনেক বাস যায়।সকাল সকাল পৌঁছে যাবেন বান্দরবান শহরে ।নেমেই রাতের ফিরতি টিকেট কেতে রাখতে পারেন। শহর বলতে ২ কিমি. লম্বা একটা রাস্তা দু’পাশে দোকানপাট । নেমেই আশেপাশে কোন খাবার হোটেল থেকে ফ্রেশ হয়ে নিবেন ( এখানে ভালো মানের হোটেল নেই, হোটেল “বান্দরবান প্লাজার” নিচে তাদের নিজেদের রেস্তারা আছে।এটাই একটু ভালো।) ফ্রেশ হওয়ার পরেই বাস station এর পাশেই জিপ station যেখান থেকে জিপ ভাড়া পাওয়া যায়। জিপ গাড়িতে ৮ জন আরে চান্দের গাড়িতে ১৫ জন যাওয়া যায়। ভাড়া – ৪,০০০ থেকে ৫,০০০।গাড়ি গুলো আপনাকে ৫ টি স্পট দেখাবে এবং দুপুরের আগেই শেষ করবে। আর সারাদিনের জন্য নিলে আপনার ভালো হবে ;হয়তো ১০০০ থেকে ২,০০০ টাকা বেশি দিতে হবে। গাড়ি ভাড়া করার সাথে সাথেই আপনার কাজ শেষ, এখন সুধুই উপভোগ করুন ।
ভাড়া গাড়ি গুলো আপনাকে যা যা দেখাবে
১ নীলাচল
২ মেঘলা
৩ স্বর্ণ মন্দির
৪ শৈল প্রপাত
৫ নীলগিরি
বিকেলে যখন শহরে ফেরত আসবেন , বাকি সময়টুকু সাঙ্গু নদীর ব্রীজের পারে গল্প করে কাটিয়ে দিতে পারেন(সাঙ্গু নদীর ব্রীজ টি আপনারা স্বর্ণমন্দির যাওয়ার সময় পাবেন) আর রাতের বাসে আবার ঢাকায় ।
এই ৫টি স্থানের বাইরেও আরও অনেক কিছু বান্দরবানে আছে । কিন্তু অগুলো একটু দূরে আপনাকে ৩ -৪ দিন সময় নিয়ে যেতে হবে।
সর্বশেষ এডিট : ০৫ ই জুন, ২০১৪ সকাল ১০:২৫