মধ্যবিত্তের আজন্ম লালিত সপ্ন গাড়ি কিনা, তাই আমার কিছু অবিজ্ঞতা শেয়ার করছি যদি আপনাদের কাজে লাগে
১ জীবনের প্রথম গাড়ী টি কিনুন কম দামের এবং টয়োটা ব্রান্ডের ১৫০০ সিসি ।কারন প্রথম গাড়ি কিনার পর অনবিজ্ঞতার কারনে অনেক বিড়ম্বনায় পরতে হয় , টয়োটা গাড়ি সহজে এবং কম খরছে repairing করা যায়।
২ ব্রোকার থেকে গাড়ি নিবেন না। পুরান গাড়ির ক্ষেত্রে সবচেয়ে ভালো হল পরিচিত কারো কাছ থেকে গাড়ি কিনা।
৩ গাড়ি র কাগজ পত্রের সামান্য সমস্যা থাকলেও সেই গাড়ি কিনবেন না ।
৪ গ্যাস সিলিন্ডার কবে ইন্সটল করিয়েছে জেনে নিন।
৫ কার হাট বা কার মেলা থেকে গাড়ি না কিনাই ভালো। তাদের গাড়ির কাগজে অনেক ধরনের problem থাকে।
৬ যদি পারেন গাড়ি কিনার দিনেই পুরাতন মালিক কে সঙ্গে নিয়ে BRTA তে গিয়ে মালিকানা বদলের টাকা জমা এবং apply করবেন। আমার পরিচিত অনেকেই গাড়ি sale দিতে পারছেননা কারন গাড়ি তাদের নামে নেই আর পুরাতন মালিক’কে খুজে পায়া যাছে না ।
সবাইকে ধন্যবাদ post টি পড়ার জন্য
সর্বশেষ এডিট : ১১ ই জুন, ২০১৪ বিকাল ৪:২৮