সামহোয়্যার ইন ব্লগ - বাঁধ ভাঙার আওয়াজ - নামটাই কেমন যেন টান অনুভব করায়, নিয়মিত পড়ি, আর অপেক্ষায় থাকি নতুন লেখার। বহু দিন আগেই করেছিলাম আইডি, একবার টিউনও করেছিলাম,তারপড় অনেক দিন পর আজ লিখতে বসেছি আমার নিজের করা একটি ভিডিওগ্রাফি নিয়ে, পল্লী কবি জসীম উদ্দিন রচিত ছোটগল্প রহিমুদ্দির ভাইর বেটা নামক শীরোনামে এই শর্ট ফিল্ম জাতীয় কিছু একটা আরকি। এটা আসলে হেলায় হেলায় করে ফেলা হয়েছে, একদিনের আয়োজনেই সম্পূর্ণ করা হয়। যে এখানে অভিনয় করেছে সে অভিনয়ের জগতের লোক নন, তবু একটু চেষ্টা করা হয়েছে আরকি। আর আমি তো টুকটাক হলিউডের মুভির মেকিং দেখে দেখে ভি এফ এক্স প্রাক্টিস করলাম আরকি। কিন্তু মজার ব্যপার হচ্ছে এই যে, এখানে একজনকে দিয়েই দুইজনের অভিনয় করানো হয়েছে। একজনকে দিয়েই দুজনের অভিনয় করানো যে এতো ঝামেলাপূর্ণ কাজ- তা কাজ দেখে বোঝার কায়দা নেই। তবে দেখতে বেশ মজা লাগে। প্রথমে দেখে নিন কিভাবে ক্লোন করানো হয়।
হাউ টু মেক রহিমুদ্দির ভাইর বেটা ক্লোন ইফেক্ট : How To Make Rohimuddir Vair Beta
এবার নিশ্চই একটু একটু ইচ্ছা করছে পুরোটাই দেখার, ওকে ।
রহিমুদ্দির ভাইর বেটা : রহিমুদ্দি’র ভাই’র বেটা ”শর্টফিল্ম”
আশা করবো যার কাছে যেমনই লাগুক, মন্তব্য করবেন ।
আমার আরও ভিডিও যদি দেখার ইচ্ছা জাগে তো ।
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন দয়া করে, আমার ইউটিউব লিংক>>
রেজা -এ- রাব্বি’র ভিডিও চ্যানেল view this link
আমার জন্য দোয়া করবেন, সবাইকে ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১৮ ই মে, ২০১৬ রাত ১১:০১