যারে মন-প্রাণ সঁপেছি আমি গো
সে আমারে বুঝলোনা
এই কপালে প্রেমের সুখতো সইলোনা গো
আমার ভালবাসার সুখ কপালে সইলোনা গো।
তারে ভেবে আমার কাটে রজনী
তবু সেতো আসেনা
ওরে আমায় ভালবাসেনা
তারে নিয়া ঘর বাঁধা তো হইলোনা গো
এই কপালে প্রেমের সুখতো সইলোনা গো।
এমনি সে নিঠুর সজনী
করলো শুধু ছলনা
ওরে দিয়ে গেল বেদনা
ভালবাসার জ্বালা এত জানতাম না গো
এই কপালে প্রেমের সুখতো সইলোনা গো।
তার পিরীতে পাগল রব্বানী
সইলো শত গঞ্জনা
আমার বন্ধু আপন হইলোনা
মনের ব্যথা বলা তারে গেল না গো
এই কপালে প্রেমের সুখতো সইলোনা গো।