সেদিন রান্নায় সাহায্য করেছিলাম, তো ভাবলাম ছবি তুলে রাখি। ব্লগে দিতে ইচ্ছা হল, দিলাম!
খেতে চাহিয়া লজ্জা দিবেন না!
মাছ-বাঙ্গালি ধরনে পেয়াজ, টমেটো, মরিচ দিয়ে ভেজে রান্না করা।
মুরগি-ছোট টুকরা করে ভেজে ভারি মসলা দেয়া।
বেগুন-ডুবো তেলে মসলা দিয়ে ভাজা।
পোলাউ-চাল ভেজে গাজর টুকরা এবং মটর দিয়ে রান্না করা।
গরুর মাংস- সিদ্ধ করে তেল, মসলা ও আলু দিয়ে রান্না।
গরুর মাংস- সিদ্ধ করে পেয়াজ,মসলা দিয়ে ভেজে রান্না করা।
ডাল- ঘন করে ডাল কিউব মুরগির মাংস দিয়ে রান্না।
পুডিং বানিয়েছিলাম, ছবি তোলার আগেই গায়েব হয়ে গেছে।
অদ্ভুত ক্যাপশনের জন্য ক্ষমাপ্রার্থী, রান্না বিষয়ে কৌশলী নই এখনো।
যাইহোক, কেউ রেসিপি চেয়ে লজ্জা দিবেন না!