পরম
ঠিক কতবার মরন হলে,
বলো,
এ ভালবাসা হবে অমর?
ঠিক কতটা ক্ষন পাশে রইলে,
বলো,
এ ভালবাসা হবে সফল?
ঠিক কতো দুঃখের অশ্রু গড়ালে,
বলো,
রবে এই ভালোবাসা বিশ্বাসী?
ঠিক কতোটা অন্ধত্ব থাকলে,
বলো,
হবে এই ভালোবাসা আমাদেরি?
আমি আর নারী রইবো না
আমি যবে হাসি,
তাহারা কয় ছলনাময়ী,
আমি যবে কাদি,
আমি তবুও ছলনাময়ী!
আমি আর নারী রইবো না,
তবু আমি ছলনাময়ী হইবো না।
দাবী
তবুও আমি বলবো,
আমায় তুমি ভালোবেসো না,
তবুও এক নদীতে,
দুই প্রেমের স্রোত বইয়ো না।
তবুও আমি বলবো,
আমায় তুমি মনে রেখো না,
তবুও এক হৃদয়ে,
দুটি পুষ্প ফুটতে দিয়ো না।
তবুও আমি বলবো,
আমাকে আশ্বাস দিয়ো না,
তবুও আপন হাতে,
কারো আশা হত্যা করো না!
তবুও আমি বলবো,
ভালবাসি, ভুলতে পারি না,
তবুও এই খেলায়,
আমাকে তুমি বেধে রেখো না।
কেনো?
বল দেখি,
রক্ষিতা রাখতে কেন পুরুষই পারে কেবলি?
আমিও নারী,
আপনে মুখ ফিরাইলে, মন বলে, চল দেই পাড়ি,
তুমিও বৈকি?
জানো সেই সফল পুরুষবিহীন জীবনে আছে কি?
সপ্ত দুত্যিতে,
সে মনে এসে হানাদেয়, চড়ে তার রথেতে।
তবে কেনো,
আমি কেনো, অবলা, অপয়া, অনাথা, এসব যেনো,
শুনতে বাধে;
তবু তারা অসতী কইয়া রব করে, মাথা নুয়ে আসে কাধে!
জীবন বুঝি
তাদেরই চরণে বিতাইব বলে আমি তবু খুজি?
রথ প্রান্তে,
সে অবোধ ইন্দ্র, সে চলতি শ্বাসের অরুন শ্রান্তে।
তবুও বলে
তারা, তুমি নাহয় রয় অসুখী, না হও অসতী ছলে;
বেচে থাকবার,
অধিকারটুকু বুঝি রবে তবে পুরুষেরই প্রতিবার?
ছবি: গুগল।
ভালো থাকুন।