ছবিতে পর্দারত অবস্থায় যাকে দেখছেন তিনি হচ্ছেন ভুপালের নাওয়াব বেগম সুলতান জাহান। তিনি আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় প্রথম চ্যান্সেলর। শুধু তাই নয় তিনি ভারতের প্রথম কোন বিশ্ববিদ্যালয়ের মহিলা চ্যান্সেলর। এছাড়াও তিনি বহু স্কুল এবং টেকনিক্যাল প্রতিষ্ঠান স্থাপন করেছেন।
ছবিতে তিনি ওয়েলসের প্রিন্সকে নিজের বাসভবন দেখাচ্ছেন।
প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাকারী কাইরুয়ানের ফাতিমা হতে ভূপালের বেগম জাহান, মুসলিম বিশ্ব এমন সমস্ত নারীদের জন্ম দিয়েছে যা ৩৫০০ বছরের "গৌরবময়" বৈদিক সমাজ কল্পনাও করতে পারবে না কখনো।
তাই, শত শত বছর ধরে নিজেদের নারীদের অসূর্যস্পশ্যা বানিয়ে রাখা ব্রা হ্ম ণ্য বাদের ধ্বজাধারীদের কাছ থেকে শিখতে হবে না যে মুসলিম নারীরা কীভাবে চলবে, কি পড়বে।
সোর্সঃ
[https://en.wikipedia.org/wiki/Sultan_Jahan,_Begum_of_Bhopal
(Click This Link.)
কপি Atif Islam Nokib
সর্বশেষ এডিট : ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:৩৮