অদ্ভুত
কিছুতেই যেন মন ভরেনা, সব কিছু থাকার পরও কি যেন নেই। অফিসের জানালা ভেদ করে দৃষ্টি চলে যায় দূরের লেকে যেখানে রোদ ঝিকমিক করে। চলে যেতে ইচ্ছা হয় দিগন্তে, সাঁতরে পাড়ি দিতে ইচ্ছা হয় শান্ত জলের নদী। মাঠের এক কোনে বট গাছটার নীচে বোসে ধান ক্ষেত ছুঁয়ে আসা দামাল বাতাস... বাকিটুকু পড়ুন
