ভয় দেখাচ্ছে "ইয়াস"
যার বাংলা অর্থ "হতাশা"
হতাশাকে সাথে নিয়েই যাচ্ছি আমরা আশ্রমে।
আমাদের আশ্রম বিচ্ছিন্ন একটা দ্বীপের মত জায়গায়।
যে দ্বীপের বাসিন্দা আমরা ছাড়া মাত্র দুই জন মানুষ এবং অনেকগুলা পশু-পাখি।
বর্ষাকালে যাতায়াতের একমাত্র মন্দিরের রাস্তাটা যখন ডুবে যায় তখন নৌকা ছাড়া কোন উপায় থাকেনা।
রাতের বেলা চিতাখোলা, মন্দির, জঙ্গল, গাছপালা, পশুপাখি সবটাই আমাদের আশ্রম।
এক কথায় পুরো দ্বীপটাই আমাদের।
আশ্রমের তিন দিকে তিনটা গ্রাম মাঝখানে একটা খাল আর চারিদিকেই খোলা প্রান্তর, যাকে বলে তেপান্তরের মাঠ।(শুধু মাত্র শুকনো মৌসুমে)
আশ্রমের জন্য জায়গা কেনা হইছে প্রায় ৬ বছর হতে চলছে।
বিগত ছয় বছরে অনেকগুলো দিন-রাত আমরা আশ্রমে থেকেছি কিন্তু কখনোই ঝুম বৃষ্টিতে থাকা বা যাওয়া হয়নি।
ঝুম বৃষ্টিতে আশ্রমে আশ্রয় নেয়ার মতন ঘর ছিলো না।
এখন বিশাল বড় একটা টিনের ঘর আছে।
খোলা প্রান্তরে যখন ঝুম বৃষ্টি হয় (ইংলিশে যাকে বলে cats & dogs)
তখন চারপাশের পরিবেশ হয় দেখার মত আর টিনের ঘর হলে তো কথাই নেই!
রাতের বেলা একটানা ২/৩ ঘন্টা বৃষ্টির পর যখন মেঘের আড়াল থেমে চাঁদ মামা উঁকি দেয় তখন অদ্ভুত, রহস্যময় লাগে............... চিতাখোলা, মন্দির, আশ্রম ...... অদ্ভুত, সত্যিই রহস্যময় !!!
("গল্প কিন্তু গল্প না" শেষ অংশ আজকে রাত ১২টার পর চিতাখোলায় বসে পোষ্ট করা হবে)
===========================================================
ঘোষণা : উপরের লেখাটুকু বন্ধু হীরা লিখেছে ওর ফেসবুক ওয়ালে।
“গল্প কিন্তু গল্প না” এর শেষ অংশ হীরা আজ রাতে পোস্ট করবে ওর ফেসবুক ওয়ালে। আমি বাড়ি ফিরে পরদিন সামুতে তা শেয়ার করবো।
আশ্রম : আমাদের মনের কোনের ছোট ছোট স্বপ্নগুলিকে আশ্রয় দিতেই এই আশ্রম, স্বপ্নের আশ্রম।
দুর্যোগের বাইরে থাকলে আনন্দে থাকা যায়। ইয়াসের তান্ডবের বাইরে থাকুক আমাদের বাংলাদেশ এই প্রার্থনা।
শেষে শুধু অঞ্জন ও নীল দত্তের একটি গানের কথা জুড়ে দিলাম আমি।
হয়তো তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাবে হঠাৎ
হয়তো নামবে এসিড বৃষ্টি অসময়
হয়তো সূর্য্যের রঙ হয়ে যাবে ঘোলাটে
হয়তো গলে যাবে হিমালয়
তবু আসবো আমি তোমার পাড়ায়
ফিরে আসবো আমি তোমার পাড়ায়
তুমি থাকো দাঁড়িয়ে তোমার বারান্দায়
আমি আসবো, ফিরে আসবো তোমার পাড়ায়।
হয়তো সূর্য্যের তাপে ছারখার হয়ে যাবে হেলসিনকি
হয়তো বরফ পরবে কোলকাতায়
হয়তো ধূসর হয়ে যাবে দুনিয়ার রঙ
হয়তো চলবে না গাড়ি রাস্তায়
তবু আসবো আমি তোমার পাড়ায়
ফিরে আসবো আমি তোমার পাড়ায়
তুমি থাকো দাঁড়িয়ে তোমার বারান্দায়
আমি আসবো, ফিরে আসবো তোমার পাড়ায়।
সর্বশেষ এডিট : ২৫ শে মে, ২০২১ দুপুর ২:৪৯