অনেকেই দেখেছেন ,কেউ কেউ হয়তো পোস্ট করছেন ইতিমধ্যে। তারপরও পোস্ট করলাম।
এই ভিডিওটিতে দেখানো হয়েছে স্মার্ট ফোন,আই প্যাড,সোশাল নেটওয়ার্কিং সাইট গুলো কিভাবে আমাদের অসামাজিক , একা করে তুলছে। পাশাপাশি বসে ভাই-বোনের মধ্যে কোন কথা হচ্ছে না,যে যার মতো ফোনে টুইটার,ফেইসবুকে ব্যস্ত। এখনকার বাচ্চারা পার্ক বা মাঠে গিয়ে খেলেনা,ঘরে বসে পিসি বা আই প্যাডে গেমস খেলে বড় হচ্ছে।
সামান্য একটা ঠিকানা খুঁজতে গিয়ে হয়তো দেখা হয়ে যেতে পারে কোন একজনের সাথে,গড়ে ওঠতে পারে চমৎকার এক সম্পর্ক,ভবিষ্যত হয়তো হয়ে ওঠতে পারে অন্যরকম সুন্দর।
হাতে আইফোনের জিপিএসে সেই ঠিকানা হয়তো খুঁজে পাওয়া যাবে ,সুন্দর এক জীবন কিন্তু খুঁজে আর পাওয়া নাও যেতে পারে।
খুব চমৎকার বর্ণনা আর কিছুটা র্যাপ গানের ছন্দে আপনি অনুধাবন করবেন করবেন কিভাবে ভার্চুয়াল এই ওয়ার্ল্ড আমাদেরকে রিয়েল ওয়ার্ল্ড এবং আমাদের মানবিক সম্পর্ক গুলো কে নস্ট করে দিচ্ছে।
(বি:দ্র: এই পো্স্টটি গতকাল পাবলিশ করেছিলাম,কোন বর্ণনা ছিলো না,আজকে এডিট করে দিলাম। শিরোনামটাও একটু পরিবর্তন হয়েছে।)