একদিনের জন্য মায়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নয়।
মায়ের মমতা কখনো শেষ হয় না। সুখ,দুঃখ,কষ্ট,সবকিছুর আবদা অভিযোগ যেন মা ছাড়া কাউকে সহজে বলা যায় না। মা সন্তানকে নিঃস্বার্থ ভাবে ভালবাসে যায়। আমাদের জীবনের গভীর সঙ্কটকালে যাকে স্মরণ করি তিনি মমতাময়ী মা। হঠাৎ কোন আঘাত পেলে চিৎকার করে ডেকে উঠি মা মা করে। পৃথিবীতে যদি কেউ একেবারে নিঃস্বার্থ থেকে থাকেন, তিনি মা। কারণ এই পৃথিবীতে এমন নিঃস্বার্থ ভালবাসা আর কারও কাছে আশা করা যায় না। একমাত্র মায়ে কাছেই উৎসাহ ও অনুপ্রেরণা পেয়ে থাকি।
মা শব্দটি যেমন মধুর তেমনি মনেহয় মা শব্দটির সাথে প্রচন্ড আবেগযুক্ত। কবি বলেছেন,
মা নাই গৃহে যার
সংসার অরণ্য তার
দেখিলে মায়ের মুখ
মুছে যায় সব দুঃখ ।
মা ডাকটি অতি মধুর
জেনে রেখ ভাই
মায়ের মতন আপনজন
ত্রিভূবনে নাই ।
মায়ের মমতামাখা হাতের স্পর্শ ভুলিয়ে দিতে সন্তানের দুঃখ। প্রত্যেক মায়ের কাছেই তার সন্তান শ্রেষ্ঠ । তেমনি সন্তানের কাছেও মা শ্রেষ্ঠ, মা সন্তানের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ। মায়েরা সবসময় সুস্থ ও ভালো থাকুক। সব মায়েদের জন্য শুভকামনা।